ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালেই ভারতে শুরু হচ্ছে মোদি-ম্যাজিকের অগ্নিপরীক্ষা। কারণ বিধানসভা ভোটেও এবার মোদির ইমেজকেই কাজে লাগিয়ে লড়াইয়ের ময়দানে বিজেপি।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দলের কোনো নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেনি। অসমে বিজেপির সরকার থাকলেও সেখানকার মুখ্যমন্ত্রীকে এবার প্রচারের মুখ করা হয়নি।
বাকি তিন রাজ্য কেরালা, তামিলনাডু ও পুদুচেরিতেও মোদি-ম্যাজিকই ভরসা বিজেপির।
তবে, বিভিন্ন প্রাক-নির্বাচনি সমীক্ষায় বলা হয়েছে, এই তিন রাজ্যে বিজেপির আসার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ ও অসমে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।
পশ্চিমবঙ্গের এবারের হাইভোল্টেজ নির্বাচন শুরু হচ্ছে শনিবার। রাজ্যের ২৯৪ আসনের ৮ দফার ভোটে এ দিন হবে ৩০টি কেন্দ্রে ভোট। বাঁকুড়া, পুরুলিয়া, ঝারগ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এই ৩০ কেন্দ্র দিয়ে শুরু হচ্ছে নির্বাচন।
পশ্চিমবঙ্গে এবারের লড়াই দিদি বনাম মোদি। তৃণমূল নেত্রী মমতা বলেই দিয়েছেন, ২৯৪ কেন্দ্রে তিনিই প্রার্থী। বিজেপি মমতার বিরুদ্ধে মোদির ইমেজকেই প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছে।
প্রথম দফার নির্বাচনে মোট প্রার্থী ১৯১ জন। এদের মধ্যে নারী রয়েছেন ২১ জন। জঙ্গলমহল বলে পরিচিত এই পাঁচ জেলা আগে ছিল বামদের শক্তি। এখন সেখানে তৃণমূলের দাপটই বেশি। এবার দেখার পালা এখন কাদের সমর্থন বেশি।
প্রচারে দু-পক্ষই সমানতালে পাল্লা দিয়েছে। বাম-কংগ্রেস জোটও নতুন মুখ মাঠে নামিয়ে ভালো ফলের আশা করছে।
সব মিলে জঙ্গলমহলে জমজমাট লড়াই দিয়েই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ।
বিজেপি শাসিত অসম রাজ্যও ভোটের জন্য প্রস্তুত। ১২৬ সদস্যের অসমে ভোট হবে তিন দফায়। শনিবার শুরু। এ দিন উজান অসমের ১২টি জেলার ৪৭টি কেন্দ্রে ভোট হবে। এখানে লড়াই হবে কংগ্রেসের মহাজোটের সঙ্গে বিজেপির মিত্রজোটের।
রাজ্যের ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৮৭ জন ভোটারের মধ্যে ৮১ লাখ ৯ হাজার ৮১৫ জন প্রথম দফায় ভোট দেবেন। ইভিএমে ভোট শুরু সকাল ৭টায়; চলবে বিকেল ৫টা পর্যন্ত।
হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সাবেক বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা প্রমুখ।
অসমে দ্বিতীয় ও শেষ দফার ভোট ১ ও ৬ এপ্রিল।
দুই রাজ্যেই ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে ভারতের নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মোতায়েন করা হয়েছে আধাসেনা। নজরদারির জন্য রাখা হয়েছে নিরপেক্ষ পর্যবেক্ষকদের।
অসম ও পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শনিবার শেষ হলেও গণনা হবে ৫ রাজ্যের সমস্ত আসনে ভোট শেষ হওয়ার পর ২ মে।
এতোদিন সমস্ত ইভিএম রাখা থাকবে বিভিন্ন গণনাকেন্দ্রের স্ট্রং রুমে।