ভারতে ৩০০ কেজি হেরোইনসহ তিনটি নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার নৌকাগুলো কেরালা বন্দরে আনা হয়। আন্তর্জাতিক বাজারে জব্দ করা হেরোইনের মূল্য প্রায় ৩ হাজার কোটি রুপি।
বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে আসা রবিহংসী নামের নৌকা থেকে পাঁচটি একে-৪৭ রাইফেল ও ১ হাজার গুলি জব্দ করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত ১৮ মার্চ লক্ষদ্বীপের আশপাশের সমুদ্র উপকূলে চিরুণী তল্লাশি অভিযান চালাচ্ছিল ভারতীয় কোস্টগার্ডের কয়েকটি ছোট জাহাজ ও একটি ছোট বিমান। সে সময় মিনিকয় দ্বীপের কাছে তিনটি নৌকার সন্দেহজনক অবস্থান লক্ষ করেন কোস্টগার্ড সদস্যরা।
এ সময় নৌকাগুলোর গতিরোধ করা হয়। কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে ক্রুরা সন্তোষজনক উত্তর দিতে না পারায় সবগুলো নৌকায় তল্লাশি চালানো হয়। তখন একটি নৌকায় পাওয়া যায় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
এ ঘটনায় আরও তদন্তের জন্য আটক করা হয় তিন নৌকার ১৯ জন আরোহীকে। প্রায় এক সপ্তাহ পর থিরুভানানথাপুরাম শহরের ভিজিঞ্জাম বন্দরে ভেড়ে নৌকা তিনটি।
চলতি মাসে ভারতের পশ্চিম উপকূলে এটি ভারতীয় কোস্টগার্ডের দ্বিতীয় মাদকবিরোধী অভিযান। গত ৫ মার্চ একই এলাকা থেকে শ্রীলঙ্কার আরও তিনটি নৌকা থেকে ২০০ কেজি হেরোইন ও ৬০ কেজি গাঁজাসহ ১২ জনকে আটক করা হয়।
আটককৃতরা কোনো আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য বলে ধারণা করছে প্রশাসন।
গত কয়েক বছর ধরেই শ্রীলঙ্কা থেকে সাগর পথে ভারতে মাদক পাচার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।