বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কলকাতায় ‘গণহত্যা দিবস’ পালন

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ২১:৫৫

উপ-হাইকমিশনার তৌফিক শুভেচ্ছা বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ সমগ্র বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ভাবগম্ভীর পরিবেশে ‘গণহত্যা দিবস ২০২১’ পালন করেছে।

বৃহস্পতিবার উপ-হাইকমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের বীভৎস হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

‘গণহত্যা দিবস ২০২১’ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন প্রথম সচিব (রাজনৈতিক) সানজিদা জেসমিন ও দ্বিতীয় সচিব (কন্স্যুলার) রাসেল জমাদার।

এরপর উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাংবাদিক অমল সরকার ও মধুমিতা দত্ত।

উপ-হাইকমিশনার তৌফিক শুভেচ্ছা বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ সমগ্র বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।

মধুমিতা দত্ত বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা থেকে স্বাধীনতা পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের ত্যাগ, আত্মবলিদান সারা বিশ্বের কাছে বিস্ময়ের। স্বাধীনতা যুদ্ধের ক্ষতি সামলে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা পুরো বিশ্বের কাছে উদাহরণ।’

অমল সরকার বলেন, ‘বীর বাঙালির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ে মুক্তির আলোকশিখা জ্বেলে দিয়েছিলেন। বাবা দেশ স্বাধীন করেছেন, আর মেয়ে দেশ গড়ে চলেছেন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান বি এম জামাল হোসেন।

এ বিভাগের আরো খবর