রাজপরিবার থেকে বেরিয়ে আসার এক বছরের বেশি সময় পর করপোরেট জগতে পা রাখলেন প্রিন্স হ্যারি। তাও সাধারণ চাকুরে হিসেবে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান বেটারআপে চিফ ইমপ্যাক্ট অফিসার হিসেবে যোগ দিয়েছেন হ্যারি।
এ জন্য কত বেতন পাচ্ছেন ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী, তা অবশ্য জানা যায়নি।
লিংকডইন, মার্স, এবি ইনবেভসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের কর্মীদের মানসিক স্বাস্থ্য সহায়তা দেয় স্যান ফ্রান্সিসকোভিত্তিক বেটারআপ।
প্রিন্স হ্যারির নিয়োগ প্রশ্নে বেটারআপের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি রোবিশক্স জানান, প্রতিষ্ঠানটিতে ডিউক অব সাসেক্স হ্যারির মতো একজন ব্যক্তির থাকাটা খুবই দরকার। কারণ নিজের কাজের মাধ্যমে আগেই নিজেকে অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত করেছেন তিনি।
অসুস্থ ও আহত সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্তদের বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ দিতে ইনভিক্টাস গেমস গড়ে তুলেছিলেন হ্যারি। এইচআইভি আক্রান্ত তরুণ-তরুণীদের সাহায্যার্থে আফ্রিকাভিত্তিক দাতব্য সংস্থা সিন্টেবেলও গড়ে তোলেন তিনি।
রাজপরিবারের দায়িত্ব ছেড়ে, যুক্তরাজ্য ছেড়ে গত বছর যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বাস তাদের।
জীবিকার জন্য কনটেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি, স্পোটিফাইয়ের জন্য পোডকাস্ট তৈরিসহ অনেক কাজই করছেন এই দম্পতি।
একটি ব্লগ পোস্টে হ্যারি জানান, মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়াকে উৎসাহিত করে বলেই বেটারআপকে বেছে নিয়েছেন তিনি।