বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাহাজ আটকে বন্ধ সুয়েজ খাল

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৭:০৮

লোহিত সাগর হয়ে নেদারল্যান্ডসের রটারডামে যাচ্ছিল এভারগ্রিন নামের বিশালাকৃতির জাহাজটি। পথে সুয়েজ খাল পার হওয়ার সময় তীরের সঙ্গে আটকে যায় সেটি।

হঠাৎ স্থবির হয়ে গেছে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ সুয়েজ খাল। কনটেইনারবাহী ২ লাখ টন ওজনের একটি জাহাজ অগভীর পানিতে আটকে যাওয়ায় ১৩ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে এ নৌপথে জাহাজ চলাচল।

আল জাজিরা জানিয়েছে, লোহিত সাগর হয়ে নেদারল্যান্ডসের রটারডামে যাচ্ছিল এভারগ্রিন নামের বিশালাকৃতির জাহাজটি। পথে সুয়েজ খাল পার হওয়ার সময় তীরের সঙ্গে আটকে যায় সেটি।

শিপিং কোম্পানি জিএসি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে এভারগ্রিনের পেছনে থাকা আরও ১৫টি জাহাজ নোঙর ফেলতে বাধ্য হয়। এভারগ্রিনকে সরিয়ে নৌপথ খালি করার আগ পর্যন্ত জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে না।

ঘটনাস্থলের কাছাকাছি থাকা বেশ কয়েকটি টাগবোট দিয়ে জাহাজটিকে আড়াআড়ি অবস্থান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত চেষ্টা সফল হয়নি।

৪০০ মিটার লম্বা আর ৫৯ মিটার চওড়া এভারগ্রিন ২০ ফুট দৈর্ঘ্যের ২০ হাজার কনটেইনার বহনে সক্ষম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র বাতাসে সরু খালের মূল পথ থেকে সরে গিয়ে তীরে আটকে গেছে জাহাজটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ধারণক্ষমতা অনুযায়ী কনটেইনারবোঝাই জাহাজটি খালের দুই পাশজুড়ে দাঁড়িয়ে আছে।

তাইওয়ানের এভারগ্রিন মেরিন কর্পের অধীনে জাহাজটি পণ্য আনা-নেয়া করছে।

এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি সুয়েজ খাল কর্তৃপক্ষ।

সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্যের ১০ শতাংশই হয় ১৫০ বছরের পুরোনো খালটির মাধ্যমে। ২০২০ সালে এ পথ অতিক্রম করেছে ১০০ কোটি টনের বেশি ওজনের প্রায় ১৯ হাজার জাহাজ। অর্থাৎ দিনে খালটি পার হয়েছে ৫১টির বেশি জাহাজ।

গত কয়েক বছরে অর্থনৈতিক সংকটে জর্জরিত মিসরের বৈদেশিক আয়ের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সুয়েজ খাল। শুধু গত বছরই এ খাল থেকে ৫৬১ কোটি ডলার আয় করেছে দেশটি।

২০১৮ সালেও জাহাজ চলাচল সাময়িক বন্ধ ছিল সুয়েজ খালে। গ্রিসের বেসরকারি মালিকানাধীন একটি কনটেইনারবাহী জাহাজের ইঞ্জিন নষ্ট এবং এ ঘটনায় পাঁচটি জাহাজের সংঘর্ষের ফলে সরু খাল পথটি স্থবির হয়ে পড়ে।

এ বিভাগের আরো খবর