ইসরায়েলের সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
দখলকৃত জেরুজালেম শহরে নেতানিয়াহুর বাসভবনের বাইরে শনিবার বিক্ষোভ করেন কয়েক হাজার মানুষ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই বছরের মাথায় চতুর্থ সাধারণ নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হলো। বিক্ষোভকারীরা ৭১ বছর বয়সী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন। এ সময় তাদের অনেকের হাতে ছিল ইসরায়েলের পতাকা।
আগামী ২৩ মার্চ ইসরায়েলের জাতীয় নির্বাচন। এতে নেতানিয়াহুর লিকুদ পার্টি সর্বোচ্চ আসনে বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপগুলোতেও এমন ইঙ্গিত মিলছে।
তবে কোনো দলই সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। এ জটিলতায় গত দুই বছরে দেশটিতে তিন দফায় সাধারণ নির্বাচন হয়েছে। ২৩ মার্চ দুই বছরের মধ্যে চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
নেতানিয়াহু সমর্থকদের বিশ্বাস, ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন আরব দেশের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি লাভসহ সরকারের নানা কর্মকাণ্ডের ফলে এবার মানুষ লিকুদ পার্টিকে বিপুল ভোটে বিজয়ী করবে।
অন্যদিকে ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা। তার পদত্যাগের দাবিতে কয়েক বছর ধরেই রাজপথে সোচ্চার তারা।