রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন এমন মত দেন।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বুধবার ওই সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করে এবিসি।
এর একটি অংশে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, তিনি পুতিনকে খুনি মনে করেন কি না। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি।’
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ার মধ্যস্থতার চেষ্টা-সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদন নিয়েও কথা বলেন বাইডেন।
নির্বাচনে রাশিয়ার মধ্যস্থতা নিশ্চিত হওয়া গেলে পুতিনকে মূল্য দিতে হবে বলে সাক্ষাৎকারগ্রহীতা জর্জ স্টিফেনোপৌলোসকে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে (পুতিন ও বাইডেন) দীর্ঘ আলাপ হয়েছে; আমাদের দুইজনের মধ্যে তাকে (পুতিন) অপেক্ষাকৃত ভালো চিনি এবং এ আলাপটি শুরু হয়েছিল আমার একটি বক্তব্য দিয়ে।’
আলাপকালে পুতিনকে বাইডেন বলেছিলেন, ‘আমি আপনাকে চিনি এবং আপনি আমাকে চেনেন। আমি যদি এটা (নির্বাচনে মধ্যস্থতা) প্রমাণ করতে পারি, তাহলে তৈরি থাকবেন।’
যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে রুশ মধ্যস্থতার চেষ্টা নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর ওডিএনআই।
এর চূড়ান্ত মন্তব্য হলো, নির্বাচনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমবিষয়ক প্রতিষ্ঠান, দেশটির কর্মকর্তা ও নামী ব্যক্তিদের (যাদের মধ্যে ট্রাম্প ও তার প্রশাসনের ঘনিষ্ঠ কয়েকজনও আছেন) কাছে বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিকর বা অসমর্থিত দাবি করেছে মস্কো। এর মাধ্যমে তারা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাইডেনের সমর্থন কমানো ও ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর প্রচারণার বিষয়ে পুতিন ওয়াকিবহাল ছিলেন। সম্ভবত তিনি সেসব প্রচারণার নির্দেশদাতাও।