যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের নির্দেশে শ্রমিকের মর্যাদা পেলেন উবারচালকরা। এর ফলে ৭০ হাজারের বেশি চালককে ন্যূনতম মজুরি, অবসরকালীন ও ছুটি ভাতাসহ নানা সুবিধা দেবে উবার।
মঙ্গলবার এ ঘোষণা দেয় বিশ্বের জনপ্রিয়তম রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। তারা জানায়, এর আওতায় ব্রিটিশ শ্রম আইন অনুযায়ী চালকদের দৈনিক ন্যূনতম আয় হবে ৮.৭২ পাউন্ড।
কয়েক বছরের আইনি লড়াই শেষে গত মাসে ব্রিটিশ সুপ্রিম কোর্টে আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আসে এ ঘোষণা। বলা হচ্ছে, যুক্তরাজ্যের অর্থনীতিতে বড় প্রভাব পড়বে আদালতের এ রায়ের।
উবার জানিয়েছে, শ্রম আইনে অন্তর্ভুক্ত হওয়ার ফলে ট্রিপ রিকোয়েস্ট গ্রহণ ও যাবতীয় খরচ মেটানোর পর চালকরা আইনে উল্লেখিত ন্যূনতম দৈনিক মজুরি পাবেন।
একই সঙ্গে আরও বেশি আয়ের পথও উন্মুক্ত থাকবে তাদের জন্য। আগের মতোই নিজেদের সুবিধামতো সময় অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন তারা।
এ ছাড়া ছুটির দিনে কাজ করার জন্য দৈনিক আয়ের ১২ শতাংশ ভাতা পাবেন তারা। প্রতি দুই সপ্তাহ পরপর ছুটির ভাতা বাবদ প্রাপ্য অর্থ পরিশোধ করা হবে তাদের।
তাদের অবসরকালীন ভাতা নির্ধারণেও পৃথক পরিকল্পনা নেয়া হবে। পেনশনের অর্থ দেবে উবার কর্তৃপক্ষ।
উবারের ইউরোপের উত্তর ও পূর্বাঞ্চলের সাধারণ ব্যবস্থাপক জেমি হেইউড বলেন, ‘যুক্তরাজ্যের উবারচালকদের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তারা। তাই তাদের জীবনমান উন্নয়নে এমন পদক্ষেপ অত্যাবশ্যক ছিল।’
এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও এতটুকুতেই অবশ্য সন্তুষ্ট হতে রাজি নন যুক্তরাজ্যের উবারচালকরা। এক বিবৃতিতে দেশটির অ্যাপভিত্তিক চালক ও কুরিয়ার সার্ভিস ইউনিয়নের নেতা জেমস ফেরার ও ইয়াসিন আসলাম বলেন, ‘উবার অনেক দেরিতে তাদের কর্মীদের জন্য এ প্রস্তাব এনেছে। যাদের মাধ্যমে লাভের মুখ দেখছে, তাদের লাভের কথা এখনো খুব একটা চিন্তা করছে না প্রতিষ্ঠানটি।’
উবারের গাড়িচালকদের প্রতিষ্ঠানটির নিয়োগপ্রাপ্ত কর্মীর মর্যাদা দেয়ার দাবিতে শ্রম আদালতেও মামলা করেছেন তারা। এ ছাড়া অ্যাপে চালকদের লগ অন করা থেকে লগ অফ করা পর্যন্ত পুরো সময়ের মজুরি নির্ধারণেরও দাবি তাদের।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক উবারের নিবন্ধন বাতিলসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেই পদক্ষেপ নিতে চেয়েছিল লন্ডনের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা। চালকদের বাড়তি সুবিধা দিতে গেলে প্রতিষ্ঠানটির লাভের হিসাবে টান পড়বে।