করোনাভাইরাস প্রতিরোধে সমর্থকদের টিকা নেয়ার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সমর্থকদের শুভাকাঙ্খী হিসেবে সুস্থতার জন্য টিকা নেয়ার এ সুপরামর্শ তার।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, করোনা প্রতিরোধে টিকা কার্যকর এবং নিরাপদ।
ক্ষমতায় থাকাকালীন গত জানুয়ারি মাসে হোয়াইট হাউসে গোপনে টিকা নেন ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
মহামারির ব্যাপকতা যখন তীব্র ছিল, সে সময় প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার উপেক্ষা করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রে করোনার টিকা গ্রহণে জনগণকে উৎসাহিত করতে শুরু থেকেই সরব দেশটির সাবেক প্রেসিডেন্টরা। সম্প্রতি জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরিতে এ বিষয়ক বিজ্ঞাপনেও অংশ নেন বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জিমি কার্টার এবং তাদের স্ত্রীরা।
বিজ্ঞাপনে ট্রাম্প দম্পতির অনুপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এতদিন এ বিষয়ে বেশ নীরবই ছিলেন ট্রাম্প।
তবে মঙ্গলবার ফক্স নিউজ প্রাইমটাইম অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি টিকা গ্রহণের পরামর্শ দিচ্ছি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা টিকা নিতে চান না, তাদের সবাইকে এ টিকা নিতে বলছি। করোনা রোধে টিকাটি কার্যকর ও নিরাপদ।’
সিবিসি নিউজের সাম্প্রতিক এক জরিপে উঠে আসে, ডেমোক্র্যাট সমর্থকদের মাত্র ১০ শতাংশ সুযোগ পেলেও টিকা নিতে চান না। বিপরীতে টিকা সহজলভ্য হলেও তা নেবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান সমর্থকদের এক-তৃতীয়াংশের বেশি।
টিকা নেয়ার ব্যাপারে রক্ষণশীলদের এই অনীহা নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আক্ষেপ জানানোর একদিন পরই সমর্থকদের টিকা নেয়ার পরামর্শ দিলেন ট্রাম্প।