তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের ভোটে হারাতে এবার কেন্দ্রীয় মন্ত্রীকে রাজ্যের ভোটে দাঁড় করালো বিজেপি।
তবে এতে দমতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, ভাঙা পায়েই খেলা হবে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি তিনজন লোকসভা সদস্য ও একজন রাজ্যসভার সদস্যকে দাঁড় করিয়েছে।
বিজেপির রোববার প্রকাশিত তালিকায় লোকসভা সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিধানসভা ভোটের টিকিট দেয়া হয়েছে। তিনি ছাড়াও লকেট চ্যাটার্জি, নিশীথ প্রামাণিক এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ভোটে লড়বেন।
দিল্লি থেকে ঘোষিত তালিকায় হেভিওয়েটদের বিধানসভা ভোটের নাম থাকায় অনেকেই খুশি। বাবুল সুপ্রিয় লড়বেন কলকাতার টালিগঞ্জ আসন থেকে।
দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যোগ্য নেতাদেরই প্রার্থী করা হয়েছে। দল জিতবেই।
তবে ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন ভাঙা পা নিয়েই কলকাতায় পাঁচ কিলোমিটার পথ মিছিল করেন দলের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা। তারপর চলে যান দুর্গাপুর। সেখানে দলীয় প্রচারে অংশ নেবেন তিনি।
এদিন মিছিলের পর কলকাতায় মমতা বলেন, ‘শারীরিক যন্ত্রণার থেকে মানসিক যন্ত্রণা অনেক বড়। সারা শরীরে আমার আঘাতের চিহ্ন। কিন্তু আমি কখনও তোয়াক্কা করিনি। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব অনেক বেশি।’
এদিকে কলকাতার সাবেক মেয়র শোভন চ্যাটার্জি ও তার বান্ধবী বৈশাখী ব্যানার্জি রোববার বিজেপি থেকে ইস্তফা দিয়েছেন। বিধানসভা ভোটে টিকিট না পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।