বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোশ্যাল মিডিয়াকর্মীদের হুমকির অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

  •    
  • ১৪ মার্চ, ২০২১ ২১:১৭

সম্প্রতি ভারতে নিযুক্ত টুইটারের প্রধান প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে নিয়মাবলি ব্যাখ্যা করে দিল্লি। এরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্মীদের জেলে ঢোকানোর হুমকি-ধমকির অভিযোগ ওঠে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে।

ভারতে ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

রোববার ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীদের গ্রেপ্তার করে জেলে পাঠানোর কোনো হুমকি দেয়নি সরকার। তবে এসব প্রতিষ্ঠানও ভারতের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো দেশের আইন ও সংবিধান অনুসরণ করতে বাধ্য।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংসদ অধিবেশনে যেমন বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সরকার, প্রধানমন্ত্রী বা যেকোনো মন্ত্রীর সমালোচনা করতে পারেন। তবে সহিংসতার প্রচার, সাম্প্রদায়িক বিভাজন ও সন্ত্রাসবাদের উসকানিকে প্রতিহত করতে হবে।’

রাজধানী দিল্লিতে কয়েক মাস ধরে চলমান কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি নরেন্দ্র মোদির সরকার অভিযোগ তোলে যে, টুইটার ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে।

নিয়ম লঙ্ঘনের অভিযোগে শত শত পোস্ট, অ্যাকাউন্ট ও হ্যাশট্যাগ মুছে দিতে টুইটার কর্তৃপক্ষকে অনুরোধও জানায় ভারতীয় প্রশাসন। সে অনুরোধ রক্ষা করেনি টুইটার।

এরপর ভারতে নিযুক্ত টুইটারের প্রধান প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে নিয়মাবলি ব্যাখ্যা করে দিল্লি। তখন সে নির্দেশনা মানতে সম্মত হয় টুইটার।

এরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্মীদের জেলে ঢোকানোর হুমকি-ধমকির অভিযোগ ওঠে দিল্লির বিরুদ্ধে।

রোববার সেসব অভিযোগ খণ্ডন করে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, ‘সরকার সমালোচনা ও মতবিরোধকে স্বাগত জানায়। তবে ভারতের বাইরে থেকে বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘৃণা, বিভেদ ও সহিংসতা উসকে দেয়ার কাজে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ঘটনা বাড়ছে। নারীদের মানহানিকর বিকৃত চিত্র প্রচারের ঘটনা বাড়ছে।’

বিষয়টি ব্যাপক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ানোয় এ বিষয়ে কঠোর নজরদারি চলবে বলেও জানিয়েছে দিল্লি।

এ বিভাগের আরো খবর