বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাকিস্তানে কয়লা খনি বিস্ফোরণ, ৬ শ্রমিকের মৃত্যু

  •    
  • ১২ মার্চ, ২০২১ ১৬:২৩

প্রাদেশিক ডিরেক্টরেট অফ মাইন্সের পক্ষ থেকে বলা হয়, বেলুচিস্তানের মারওয়ার অঞ্চলে প্রায় এক হাজার ফুট নিচের এক কয়লা খনিতে আট শ্রমিক আটকা পড়েন। ওই সময় জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়।

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রাদেশিক ডিরেক্টরেট অফ মাইন্সের পক্ষ থেকে বলা হয়, বেলুচিস্তানের মারওয়ার অঞ্চলে প্রায় এক হাজার ফুট নিচের এক কয়লা খনিতে আট শ্রমিক আটকা পড়েন। ওই সময় জমে থাকা মিথেন গ্যাস বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়। শুক্রবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

ডিরেক্টরেট অফ মাইন্সের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, কয়লা খনিটি বন্ধ করে দেয়া হয়েছে। মাইন্সের প্রধান পরিদর্শক এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বেলুচিস্তান কোল মাইন্স ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট সুলতান মুহাম্মদ লালা বলেন, বেলুচিস্তানে গত কয়েক বছরে ৭২টি ঘটনায় ১০২ কয়লা শ্রমিকের মৃ্ত্যু হয়।

তিনি বলেন, কয়লা খনিতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকার ও খনি মালিকেরা ব্যর্থ।

এর আগে ২০১৮ সালের মে মাসে মারওয়ার অঞ্চলের অন্য আারেকটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ২০ শ্রমিকের মৃত্যু হয়। একই বছরের আগস্টে বেলুচিস্তানের কোয়েটা শহরে আরেকটি খনি বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়।

এ বিভাগের আরো খবর