বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে জ্বালানির মূল্য বৃদ্ধি, উত্তপ্ত পার্লামেন্ট

  •    
  • ৮ মার্চ, ২০২১ ২০:২০

লোকসভা ও রাজ্যসভার কংগ্রেস দলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, ২০১৪ সালের পর থেকে জ্বালানি গ্যাস ও তেলের ওপর শুল্ক বসিয়ে অন্তত ২১ লাখ কোটি রুপি ঘরে তুলেছে ভারতের ক্ষমতাসীনরা।

ভারতে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়ে বিতর্কের দাবিতে সোমবার হট্টগোল বেঁধে যায় দেশটির পার্লামেন্টে। বিতর্কের দাবিতে প্রধান বিরোধী দল কংগ্রেসের আইনপ্রণেতাদের অব্যাহত স্লোগানের মধ্যে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় অধিবেশন স্থগিত হয়।

এদিন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। লোকসভা এবং রাজ্যসভা- উভয় কক্ষেই বিরোধীদলীয় আইনপ্রণেতারা দিনের অন্যান্য কার্যসূচি বন্ধ রাখেন।

বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে চলমান কৃষক আন্দোলন এবং পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয় নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন তারা।

অধিবেশনের শুরুতেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ইস্যুতে সরকারি দলের আইনপ্রণেতাদের প্রশ্নবাণে বিঁধতে শুরু করেন বিরোধীরা। বিষয়টি নিয়ে শোরগোল চরমে উঠতেই সভা মুলতবি রাখার সিদ্ধান্ত নেন চেয়ারম্যান।

গত কয়েক সপ্তাহ ধরে টানা পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানান কংগ্রেস দলীয় আইনপ্রণেতারা।

লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, ‘‌দেশে পেট্রোলের দাম ১০০ রুপি ছুঁইছুঁই। ডিজেলের দামও ৮০ রুপি ছাড়িয়েছে। রান্নার গ্যাসেরও দাম বাড়ছে। ২০১৪ সালের পর থেকে জ্বালানি গ্যাস ও তেলের ওপর শুল্ক বসিয়ে অন্তত ২১ লাখ কোটি রুপি ঘরে তুলেছে ক্ষমতাসীনরা। দাম বৃদ্ধির জেরে জনসাধারণের হেঁশেলে আগুন লেগেছে।’

সদনের কার্যসূচি মুলতবি রেখে এই মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানান খার্গে। কিন্তু চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু সে দাবি নাকচ করে দেন। বলেন, ব্যয় বরাদ্দ বিলের ওপর আলোচনার সময় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

সে সময় বিরোধীদলীয় আইনপ্রণেতারা নিজেদের দাবিতে অনড় থেকে স্লোগান দিতে থাকেন। বিরোধীদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বেলা ১১টা পর্যন্ত সভা মুলতবি রাখেন নাইডু। তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, ‘‌অধিবেশনের প্রথম দিন বলে কড়া পদক্ষেপ থেকে বিরত থাকছে পার্লামেন্ট।‌’

তারপরও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় দফায় দফায় অধিবেশন মুলতবি করতে বাধ্য হন তিনি।

লোকসভাতেও এদিন বিকাল ৪টায় অধিবেশন শুরু হবার পর, দুই আইনপ্রণেতা মোহন এস ডেলকার ও নন্দকুমার চৌহানের মৃত্যুতে শোক জানিয়ে এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি রাখা হয়। ৫টায় অধিবেশন শুরু হতেই কংগ্রেসসহ বিরোধী দলীয় আইনপ্রণেতারা জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সোচ্চার হন।

স্পিকার ওম বিড়লার শান্ত হবার আবেদনে সাড়া না দেয়ায় সন্ধ্যা ৭টা পর্যন্ত অধিবেশন মুলতবি থাকে।

এদিন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব বন্ধ রাখার দাবি তোলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকবেন বলে বিতর্কে অংশ নিতে পারবেন না- এমন যুক্তিতে এ দাবি জানান তারা।

পার্লামেন্টে এ দাবি জানানো ছাড়াও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও'ব্রায়ান রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে চিঠিও দিয়েছেন এ ব্যাপারে। লোকসভার স্পিকার ওম বিড়লাকেও একই ইস্যুতে চিঠি পাঠিয়েছেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়।

মঙ্গলবার থেকে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে করোনাপূর্ব নিয়ম মেনে সকাল ১১টায় শুরু হবে অধিবেশন, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোভিড সংক্রমণের আগে ভারতে এই সময় অনুযায়ী সংসদ অধিবেশন বসতো।

মহামারি শুরু হবার পর থেকে লোকসভা ও রাজ্যসভা অধিবেশন পৃথক সময়ে হতো। মঙ্গলবার থেকে সংসদ অধিবেশন পুরোনো সময় অনুযায়ী হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে পুরোপুরি।

এ বিভাগের আরো খবর