জান্তা সরকারের নিপীড়নে মিয়ানমারে গণতন্ত্রকামী জনগণের প্রাণহানি বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
সেই সঙ্গে বেসামরিক জনগণের ওপর সহিংসতা চালানো থেকে বিরত থাকতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়ান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। চলমান বিক্ষোভের মুখে অচল হয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি।
শুরুতে নমনীয় থাকলেও সময়ের সঙ্গে বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় সামরিক সরকার। কাঁদুনে গ্যাস, রাবার বুলেটের পাশাপাশি সরাসরি গুলি ব্যবহার করছে পুলিশ। এক মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছে ৫০ জনের বেশি মানুষ।
বেশ কয়েকটি পশ্চিমা দেশ ও জোট ইতোমধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করল অস্ট্রেলিয়া।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়ান বলেন, ‘আমরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ধৈর্য্য ধারণ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা চালানো থেকে বিরত থাকার আহ্বান অব্যাহত রাখছি।’
মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত অসামরিক বিষয়ের সঙ্গে যুক্ত। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা নিধন অভিযান চালানোর পরও দেশটির সেনাবাহিনীকে ইংরেজি প্রশিক্ষণ প্রদান প্রকল্প অব্যাহত রেখেছিল অস্ট্রেলিয়া।