বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেপালে পুলিশের গুলিতে ভারতীয় নিহত

  •    
  • ৫ মার্চ, ২০২১ ১২:৫৭

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহতের নাম গোবিন্দ। ২৬ বছর বয়সী ওই তরুণ বৃহস্পতিবার পাপ্পু সিং এবং গুরমিত সিং নামের আরও দুইজনের সঙ্গে নেপাল গিয়েছিলেন। সেখানকার পুলিশের সঙ্গে কী বিষয়ে তাদের কথা-কাটাকাটি হয়েছে, তা জানা যায়নি।

ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় কথা-কাটাকাটির জেরে এক ভারতীয়কে গুলি করে হত্যা করেছে নেপালের পুলিশ।

ভারতের উত্তর প্রদেশের পুলিশ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, উত্তর প্রদেশের পিলিভিত জেলাসংলগ্ন নেপালের সীমান্তবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, নিহতের নাম গোবিন্দ। ২৬ বছর বয়সী ওই তরুণ বৃহস্পতিবার পাপ্পু সিং এবং গুরমিত সিং নামের আরও দুইজনের সঙ্গে নেপাল গিয়েছিলেন। সেখানকার পুলিশের সঙ্গে কী বিষয়ে তাদের কথা-কাটাকাটি হয়েছে, তা জানা যায়নি।

পিলিভিত জেলার পুলিশ প্রধান জয় প্রকাশ এক বিবৃতিতে বলেন, ‘সীমান্ত প্রহরী সংস্থার (এসএসবি) মাধ্যমে আমরা জানতে পেরেছি, ভারতের তিন নাগরিক নেপাল গিয়েছিলেন। সেখানে কিছু বিষয় নিয়ে দেশটির পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।

‘নেপালের পুলিশের গুলিতে তাদের একজনের মৃত্যু হয়েছে। অন্যজন ভারতে ফিরে আসতে সক্ষম হয়েছেন। বাকিজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।

‘ভারতে যিনি ফিরেছেন তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে সীমান্তে আইনশৃঙ্খলা বিষয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।’

এ বিভাগের আরো খবর