নিউজিল্যান্ডের পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী এলাকায় তীব্র ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা দি ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউজিএস) তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে ভূকম্পনটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। পরে এই মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৯।
স্থানীয় সময় শুক্রবারে ঘটা এই ভূমিকম্পের পর এক টুইট বার্তায় সমুদ্র তীরবর্তী মানুষকে অতি দ্রুত উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
ভূমিকম্পে এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।
সুনামির সতর্কবার্তা দেয়া সংস্থা দি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) জানিয়েছে, ভূকম্পনের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে।
ভূমিকম্প নিয়ে কাজ করা ওয়েবসাইট জিওনেট জানিয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ ভূকম্পনটি টের পেয়েছেন।
এর আগে ২০১১ সালে ৬ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্পে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ১৫৮ জনের প্রাণহানি ঘটে।