অস্ট্রেলিয়ায় সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে সোমবার মারা গেল ১৭ বছরের এক কিশোর।
কুইন্সল্যান্ডের বিচে সাঁতার কাটতে গিয়ে সে বক্স জেলি ফিশের হুলে গুরুতর আহত হয়। কুইন্সল্যান্ড পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২২ ফেব্রুয়ারি ক্যাপ ইয়র্কের বামাগা শহরে বিচে সাঁতার কাটতে গিয়ে বক্স জেলি ফিসের হামলার শিকার হয় ওই কিশোর। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।
আকৃতির জন্য জেলি ফিশের এই প্রজাতি বক্স জেলি ফিশ নামে পরিচিত। একে সামুদ্রিক ভীমরুল বা মৃত্যুর বক্সও বলা হয়। এর লম্বা কর্ষিকা নেমাটোসিস্ট নামের বিষ বহন করে।
উত্তর অস্ট্রেলিয়া এলাকায় বাস করা এই বক্স জেলি ফিসের হুলের আঘাতে পক্ষাঘাত, হার্ট অ্যাটাক এমনি মৃত্যুও হতে পারে। এগুলোর বিষরোধক এখনও আবিষ্কার হয়নি।