সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) অনুমোদনে সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যা করা হয় উল্লেখ করে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর ওডিএনআই।
ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা কেন এমবিএসের অনুমোদনের বিষয়টি সামনে এনেছে, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে। একই সঙ্গে খাশোগজি হত্যায় অংশগ্রহণকারী, আদেশদাতা কিংবা জড়িত ব্যক্তিদের নামও যুক্ত করা হয়েছে এতে।
প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের মূল্যায়ন হলো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগজিকে ধরে আনা বা হত্যার অভিযানে অনুমোদন দিয়েছেন।’
এর ব্যাখ্যায় বলা হয়েছে, ২০১৭ সাল থেকে সৌদি আরবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে যুবরাজের নিয়ন্ত্রণ, অভিযানে এমবিএসের এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও তার নিরাপত্তা দলের কয়েকজনের সরাসরি সম্পৃক্তি এবং খাশোগজিসহ বিদেশে থাকা ভিন্ন মতাবলম্বীদের মুখ বন্ধে সহিংস পদক্ষেপে যুবরাজের সমর্থনের ভিত্তিতে গোয়েন্দারা এমন মূল্যায়ন করেছেন।
ওডিএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে সৌদি আরবের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ যুবরাজ এমবিএসের। ফলে যুবরাজের অনুমোদন ছাড়া সৌদির কর্মকর্তাদের এ ধরনের একটি অভিযান পরিচালনার সম্ভাবনা খুবই কম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, খাশোগজি হত্যার সময়ে যুবরাজ সম্ভবত এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন, যাতে তার সহযোগীদের মধ্যে শঙ্কা হয়, অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বরখাস্ত বা গ্রেপ্তার করা হবে। এ থেকে বোঝা যায়, এমবিএসের আদেশ নিয়ে প্রশ্ন করার কথা নয় সহযোগীদের কিংবা তার (এমবিএস) সম্মতি ছাড়াই স্পর্শকাতর কর্মকাণ্ডে অংশ নিয়েছে তারা।
ইস্তাম্বুলে যাওয়া সৌদির দলটি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২ অক্টোবর পৌঁছানো দলে এমন কর্মকর্তা ছিলেন, যারা সৌদির রাজকীয় আদালতের সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড মিডিয়া অ্যাফেয়ার্সের (সিএসএমএআরসি) কর্মী বা সংশ্লিষ্ট ছিলেন। অভিযানের সময় এমবিএসের ঘনিষ্ঠ উপদেষ্টা সউদ আল-কাহতানির নেতৃত্বে ছিল সিএসএমএআরসি। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে কাহতানি দাবি করেছিলেন, তিনি সৌদি যুবরাজের অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেন না।
তুরস্কে যাওয়া দলটিতে এমবিএসের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী র্যাপিড ইন্টারভেনশন ফোর্সের (আরআইএফ) সাত সদস্য ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সৌদি রয়্যাল গার্ডের অংশ আরআইএফের কাজ যুবরাজের সুরক্ষা দেয়া। বাহিনীটি শুধু তার কাছেই জবাবদিহি করে। ইতিপূর্বে যুবরাজের নির্দেশে সৌদি ও বিদেশে ভিন্ন মতাবলম্বীদের দমন অভিযানগুলোতে সরাসরি অংশ নেয় আরআইএফ। এ কারণে গোয়েন্দাদের উপসংহার হলো, এমবিএসের অনুমোদন না থাকলে খাশোগজি হত্যা অভিযানে অংশ নিত না বাহিনীটি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হয়, ‘যুবরাজ খাশোগজিকে হুমকি মনে করতেন এবং দরকার হলে সহিংস কায়দায় তাকে দমিয়ে রাখার পদক্ষেপে তার (এমবিএস) জোর সমর্থন ছিল। যদিও পরিকল্পনা করে খাশোগজির বিরুদ্ধে অনির্দিষ্ট একটি অভিযান চালিয়েছিলেন সৌদি কর্মকর্তারা, আমরা এখন পর্যন্ত জানি না, কত আগে তারা তাকে (খাশোগজি) ক্ষতি করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।’
গোয়েন্দাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন সালমানের হয়ে খাশোগজি হত্যার নির্দেশ, এতে অংশগ্রহণ কিংবা জড়িত রয়েছেন কয়েকজন ব্যক্তি। অভিযান শেষ পর্যন্ত খাশোগজি হত্যায় রূপ নেবে, এমনটি অংশগ্রহণকারীরা আগে থেকেই জানত কি না, সে বিষয়ে গোয়েন্দারা জানেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন সৌদ আল-কাহতানি, মাহের মুতরেব, নয়ফল-আরিফি, মোহাম্মদ আল-জাহরানি, মানসুর আবাহুসাইন, বদর আল-উতাইবাহ, আবদুল আজিজ আল হাউসাওয়ি, ওয়ালিদ আবদুল্লাহ আল শিহরি, খালিদ আল উতায়বাহ, তা’আর আল হার্বি, ফাহদ শিয়াব আল বালাওয়ি, মেশাল আল-বুস্তানি, তুর্কি আল শিহরি, মুস্তফা আল মাদানি, সাইফ সাদ আল, আহমেদ জায়েদ আসিরি, আবদুল্লা মোহাম্মদ আলহোরিনি, ইয়াসির খালিদ আলসালেম, ইব্রাহিম আল-সালিম, সালাহ আল তুবাইগি ও মোহাম্মদ আল উতায়বাহ।
প্রতিবেদন প্রত্যাখ্যান সৌদির
সাংবাদিক জামাল খাশোগজি হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি। প্রকাশের পরপরই প্রতিবেদনটি নিয়ে বিবৃতি দেয় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবেদনে সৌদি আরবের নেতৃত্বকে নিয়ে নেতিবাচক, মিথ্যা ও অগ্রহণযোগ্য মূল্যায়ন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে সৌদি। প্রতিবেদনটিতে ভুল তথ্য ও সিদ্ধান্ত রয়েছে বলেও মনে করে সৌদি আরব।
‘খাশোগজি হত্যা ঘৃণ্য অপরাধ এবং তা সৌদি রাষ্ট্রের আইন ও মূল্যবোধের ঘোর লঙ্ঘন। একদল ব্যক্তি যেসব সংস্থায় কাজ করতেন সেসব সংস্থার সংশ্লিষ্ট সব নিয়মকানুন ও কর্তৃপক্ষকে ডিঙিয়ে ওই হত্যা সংঘটন করে।’