বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট শুরু ২৭ মার্চ

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ২১:০৪

ভারতের প্রধান নির্বাচন কমিশনার একইসঙ্গে অসম, কেরালা, তামিলনাডু ও পুডুচেরি বিধানসভার ভোটের তারিখও ঘোষণা করেছেন।

ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার ৮ দফা ভোটের নির্বাচনী তফসিল। ২৭ মার্চ শুরু হচ্ছে ভোট। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ভোট গণনা ২ মে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা শুক্রবার ভোটের এই তারিখ ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার একইসঙ্গে অসম, কেরালা, তামিলনাডু ও পুডুচেরি বিধানসভার ভোটের তারিখও ঘোষণা করেছেন।

কেরালা, তামিলনাডু ও পুডুচেরিতে এক দফায় ভোট হলেও অসমে ভোট হবে তিন দফায়। ১৭ মার্চ, ১ এপ্রিল ও ৬ এপ্রিল। কেরালা, তামিলনাডু ও পুডুচেরিতে ভোট হবে ৬ এপ্রিল। ৫ রাজ্যেই একসঙ্গে ২ মে ভোট গণনা হবে।

পশ্চিমবঙ্গে ভোট হবে ২৯৪টি আসনে, অসমে ১২৬টি আসনে, তামিলনাড়ুতে ২৩৪টি আসনে, কেরালায় ১৪০টি আসনে ও পুডুচেরিতে ৩০ আসনে।

সবমিলিয়ে ভোট হচ্ছে মোট পাঁচ রাজ্যের ৮২৪টি বিধানসভা আসনে।

এই পাঁচ রাজ্যের মধ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে কেবল অসমে। কংগ্রেস ক্ষমতায় ছিল পুদুচেরিতে। কিন্তু সম্প্রতি বিধায়কদের দলত্যাগে সেখানেও ক্ষমতাচ্যুত কংগ্রেস।

বাকি তিন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, তামিলনাডুতে এআইডিএমকে এবং কেরালায় বামেরা ক্ষমতায় রয়েছে।

এদিকে ভোটের তারিখ ঘোষণার দিনই নিজের কলকাতার কালীঘাটের বাড়িতে জগন্নাথের যজ্ঞ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূজার সেবাইত ছিলেন তার ভাইপো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সামাজিক যোগাযোগের মাধ্যমে মমতা শুক্রবার নিজেই নিজের অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও প্রকাশ করেন। তাতে তিনি জানিয়েছেন, ‘বাড়িতে জগন্নাথ দয়িতাপতি কর্তৃক আরাধনা।’

সেই ভিডিওতে তার ভাইপোকে সেবাইতের ভূমিকায় দেখা গেছে। মুখে মাস্ক পরে কোভিড বিধি মেনেই হচ্ছে মহাযজ্ঞ। মুখ্যমন্ত্রী নিজেও হাজির ছিলেন যজ্ঞস্থলে। এসেছিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তবে এই যজ্ঞ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘মানুষ পুরীতে গিয়ে জগন্নাথের পূজা করেন। আর ভাইপো করছেন কলকাতায় পিসির বাড়িতে বসে। মানুষ সবই বোঝে।’

বিজেপি নেত্রী ডা. অর্চনা মজুমদারের কটাক্ষ, ‘দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাত থেকে থেকে বাঁচতেই এই যজ্ঞ। কিন্তু কোনো লাভ হবে না। পাপীদের ভগবান বাঁচান না।’

তবে এই যজ্ঞের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই বলেই দাবি তৃণমূলের।

এ বিভাগের আরো খবর