সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
সিরিয়ায় মানবাধিকার নিয়ে কাজ করা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) পরিচালক রামি আব্দুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘অস্ত্র বহনকারী তিনটি লরিকে লক্ষ্য করে চালানো হামলায় অনেকে হতাহত হয়েছেন। প্রাথমিকভাবে কমপক্ষে ১৭ যোদ্ধা নিহতের খবর পাওয়া গেছে। তারা সবাই শিয়া সংগঠন পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সদস্য।’
হামলার বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনের অবকাঠামোর ওপর বোমা হামলা চালায়।
‘ইরাকে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর সদস্যদের ওপর সাম্প্রতিক হামলা ও তাদের ওপর চলমান হুমকির জবাবে বোমা হামলা পরিচালনা করা হয়েছে।’
পেন্টাগনের তথ্য অনুযায়ী, সিরিয়ার সীমান্ত এলাকায় সাত স্থাপনাকে লক্ষ্য করে ৫০০ পাউন্ডের সাতটি বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।
কিরবি বলেন, হামলায় কাতাঈব হিজবুল্লাহ (কেএইচ), কাতাঈব সাঈদ আল-শুহাদাসহ (কেএসএস) ইরান সমর্থিত বিভিন্ন জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিরিয়া-ইরাকের সীমান্ত এলাকা আল বুকামালের কাছে ইমাম আলি বিমানঘাঁটিকে লক্ষ্য করে বোমা হামলাগুলো হয়।