আলোচিত সাংবাদিক জামাল খাশোগজি হত্যার প্রতিবেদন নিয়ে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজ আল-সৌদকে ফোন করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের।
স্থানীয় সময় বুধবার তাদের মধ্যে আলাপ হতে পারে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
খাশোগজির অন্তর্ধান ও হত্যার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা। এর আগেই সৌদি বাদশাহর সঙ্গে কথা বলতে চান বাইডেন।
মঙ্গলবার এক সূত্রের বরাতে সংবাদ ওয়েবসাইট এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, আসন্ন ‘বিস্ফোরক’ প্রতিবেদনটিতে খাশোগজি হত্যায় সৌদি বাদশাহর এক ছেলে জড়িত থাকার কথা থাকতে পারে।
সৌদি বাদশাহকে বাইডেন নির্ধারিত সময়ে ফোন দিলে তা হবে তার সঙ্গে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম আলাপ।
প্রতিবেদনে আরও বলা হয়, ফোনালাপে উভয় দেশের নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন জামাল খাশোগজি।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) প্রকাশিত প্রতিবেদনে খাশোগজি হত্যা ও পরে তার দেহ ছিন্নভিন্ন করার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জড়িত বলে ইঙ্গিত দেয়া হয়েছে।
সাংবাদিক জামাল খাশোগজি। এএফপির ফাইল ছবি
২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে সৌদি এজেন্টদের হাতে নির্মমভাবে খুন হন দ্য ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও সৌদি সরকারের নীতির কড়া সমালোচক খাশোগজি। বিয়ের জন্য প্রয়োজনীয় নথি নিতে ওই কনস্যুলেটে গিয়েছিলেন তিনি।
সে সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এমবিএসের নির্দেশেই খাশোগজিকে হত্যা করা হয় বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রতিবেদনে উঠে আসে।
এ অভিযোগ বরাবরই পুরোপুরি অস্বীকার করে আসছেন এমবিএস। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দেশের কার্যত নেতা হিসেবে খাশোগজি হত্যার দায় এড়াতে পারেন না।