বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টুলকিট মামলায় জামিন পেলেন দিশা রবি

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৪৫

দিল্লি পুলিশের অভিযোগ, যে সোশ্যাল মিডিয়ায় টুলকিট শেয়ার করে ভারতের চলমান কৃষক আন্দোলনের পক্ষে টুইট করেছিলেন থুনবার্গ, সেটা দিশার তৈরি। খলিস্তানপন্থী সংগঠন পোয়েটিক জাস্টিস ফর্মুলেশনের সঙ্গে যোগসাজশে সেই টুলকিট তৈরি করা হয়েছিল।

টুলকিট মামলায় গ্রেপ্তার ভারতীয় পরিবেশকর্মী দিশা রবিকে জামিন দিল দিল্লির একটি আদালত। দেশদ্রোহিতাসহ একাধিক অভিযোগে অভিযুক্ত এই তরুণীকে গত ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।

মঙ্গলবার দুপুরে ১ লাখ টাকা মূল্যের ২টি বন্ডের বদলে ২২ বছরের এই পরিবেশকর্মীকে জামিন দেয়া হয়। একই মামলায় অভিযুক্ত সমাজকর্মী নিকিতা জ্যাকব ও শান্তনু মুলুক আপাতত শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ‘ফ্রাইডে ফর ফিউচার’ সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন দিশা।

দিল্লি পুলিশের অভিযোগ, যে সোশ্যাল মিডিয়ায় টুলকিট শেয়ার করে ভারতের চলমান কৃষক আন্দোলনের পক্ষে টুইট করেছিলেন থুনবার্গ, সেটা দিশার তৈরি। খলিস্তানপন্থী সংগঠন পোয়েটিক জাস্টিস ফর্মুলেশনের সঙ্গে যোগসাজশে সেই টুলকিট তৈরি করা হয়েছিল। তার উদ্দেশ্য ছিল বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

পুলিশের আরও অভিযোগ, থুনবার্গকে খানিকটা বাধ্য করা হয়েছিল কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করতে।

নিজের সমর্থনে দিশা বলেছেন, তিনি ওই টুলকিট তৈরি করেননি। ওই টুলকিটের দু-একটি ছত্র সম্পাদনা করেছেন। আর যা যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তা-ও ভিত্তিহীন। তিনি শুধু চেয়েছিলেন, যারা তাদের অন্নের ব্যবস্থা করেন, তারাও যেন শান্তিতে থাকেন। আদালতে নিজের বক্তব্য জানিয়ে জামিনের আবেদন করেছিলেন দিশা।

তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা করে দেশের বিশিষ্ট মহলও। তারপরও গত সপ্তাহে দিশার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ তিনদিন বাড়িয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সোমবার পর্যন্ত জেল হেফাজতে ছিলেন দিশা রবি। সেদিন তাকে আদালতে তোলা হলে এক দিনের পুলিশ হেফাজতে থাকার আদেশ দেন বিচারক পঙ্কজ শর্মা। মঙ্গলবার ফের তাকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে তাকে জামিন দেয়া হয়।

এদিন জামিন দিতে গিয়ে অতিরিক্ত সেশন জজ ধরমবীর রানা বলেন, ‘দিশার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার মানবাধিকার রক্ষার তাগিদও রয়েছে। তাই অভিযোগ ও মানবাধিকার রক্ষার মধ্যে ভারসাম্য রাখা উচিত। এমনকি, ঠিক কী হয়েছিল সেটা জানতে অন্য অভিযুক্তদের সঙ্গে দিশার মুখোমুখি বসা জরুরি ছিল। স্বচ্ছ তদন্তের স্বার্থে এটা খুব গুরুত্বপূর্ণ।’

এই মামলায় দিল্লি পুলিশের তদন্তকে ত্রুটিপূর্ণ বলেও এদিন সরব হয়েছিলেন বিচারক। অপরদিকে, এদিন সকালে দিল্লি পুলিশের সাইবার সেলের কর্মকর্তারা নিকিতা জ্যাকব আর শান্তনু মুলুকের সঙ্গে দিশাকে জেরা করেছেন।

কৃষক আন্দোলনের সমর্থনে টু্ইটের পর পরিবেশকর্মী কিশোরী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর করেছিল দিল্লি পুলিশের সাইবার সেল। যদিও এই এফআইআরের পরও নিজের অবস্থান থেকে একচুল সরতে রাজি ছিল না সুইডিশ ওই সমাজকর্মী।

ফের সে টুইটে লেখে, ‘আমি এখনও কৃষকদের পাশে, তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের সমর্থনে। কোনো প্রকার ঘৃণা, হুমকি, মানবাধিকার লঙ্ঘন এই অবস্থানের বদল ঘটাবে না।’

মার্কিন পপ তারকা রিহানাও ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইটারে সুর চড়িয়েছিলেন। তবে রিহানা-গ্রেটার সমালোচনায় সরব হয়ে তীব্র ভাষায় এসব টুইটের বিরোধিতা করে ভারতের বিদেশ মন্ত্রক।

এ বিভাগের আরো খবর