করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ লাখ ১২ হাজার ছাড়িয়েছে।
করোনা আক্রান্তের দিক থেকেও রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। ২ কোটি ৮৮ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস।
এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে দেয়া ভাষণে তিনি বলেন, ‘জাতি হিসেবে এই অবস্থা মেনে নেয়া কঠিন। আমাদের অবশ্যই এই সংখ্যা কমিয়ে আনতে হবে।
‘যাদের আমরা করোনায় হারিয়েছি, তাদের স্মরণের কথা বলব আজ সব আমেরিকানকে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
করোনায় নিহত ব্যক্তিদের স্মরণে আগামী পাঁচ দিন যুক্তরাষ্ট্রের সব ফেডারেল কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আদেশ দেন প্রেসিডেন্ট বাইডেন।
কী বললেন ভাষণে
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত নাগরিকের মৃত্যু হয়েছে করোনায় প্রাণহানি তার চেয়ে অনেক বেশি বলে জানান প্রেসিডেন্ট বাইডেন।
‘এটা স্বাভাবিক নয়। আমরা অসাধারণ সব মানুষকে হারিয়েছি। তারা ছিলেন আমেরিকার সম্পদ।’
ভাষণে নিজের পরিবার হারানোর ঘটনা তুলে ধরেন বাইডেন। ১৯৭২ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও মেয়েকে হারিয়েছিলেন বাইডেন। ২০১৫ সালে ছেলে মারা যান ব্রেন ক্যানসারে।
‘আমার জন্য দুঃখ এবং শোক জীবনের লক্ষ্য ঠিক করতে কার্যকর ভূমিকা রেখেছে।’
করোনা প্রশ্নে পূর্বসূরি ডনাল্ড ট্রাম্পের চেয়ে তার অবস্থান ভিন্ন বলে দাবি করেন বাইডেন। করোনাকে পাত্তা না দেয়া এবং ফেস মাস্ক পরা নিয়ে ট্রাম্পের রাজনীতির কারণে প্রাণহানি ঠেকানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট।