বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোয়িং ৭৭৭ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৫০

বোয়িং কর্তৃপক্ষ সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই মডেলের বিমানগুলোর উড্ডয়ন যেন স্থগিত রাখা হয়।

বোয়িং ৭৭৭ মডেলের একটি যাত্রীবাহী উড়োজাহাজের ইঞ্জিন গত শনিবার মাঝআকাশে ভেঙে পড়ার ঘটনায় একই মডেলের উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করেছে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং নিজেই।

বোয়িং কর্তৃপক্ষ জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উড়োজাহাজ পরিচালনা বিষয়ক প্রশাসন বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই মডেলের বিমানগুলো আকাশে উড়বে না।

ইউনাইটেড এয়ারলাইনসই যুক্তরাষ্ট্রের একমাত্র বিমান সংস্থা যারা ২৬ বছরের পুরানো বোয়িং ৭৭৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করছে। এর বাইরে জাপান এবং দক্ষিণ কোরিয়া একই মডেলের উড়োজাহাজ চালিয়ে থাকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানে একই মডেলের ৫৬টি উড়োজাহাজের উড্ডয়ন বাতিল করা হয়েছে।

বোয়িং নিজেই সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান প্রশাসন বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই মডেলের বিমানগুলোর উড্ডয়ন যেন স্থগিত রাখা হয়।

গত শনিবার যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরের ওই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন মার্কিন কর্মকর্তারা।

গত শনিবার ২৩১ যাত্রী এবং ১০ জন ক্রু নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উড়োজাহাজটিই ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে।

এর পরপরই উড়োজাহাজটি জরুরিভাবে ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ইঞ্জিন ছিটকে পড়া টুকরোগুলো আশপাশের এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

তবে শনিবারের ঘটনার পর ইউনাইটেড, কোরিয়ান এয়ার এবং জাপানের প্রধান দু’টি বিমান সংস্থা নিশ্চিত করেছে, তারা তাদের বহরে থাকা বোয়িং ৭৭৭ মডেলের সবগুলো বিমানের উড্ডয়ন স্থগিত রেখেছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের তদন্ত চলাকালে প্র্যাট অ্যান্ড হুইটনি ৪০০০ ইঞ্জিনে চালিত ৬৯টি এবং সংরক্ষিত ৫৯টি বোয়িং ৭৭৭ মডেলের বিমানের কার্যক্রম স্থগিত থাকবে।

এ বিভাগের আরো খবর