বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গের ভোটে এবার ‘খেলা হবে’

  •    
  • ২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৩৩

মমতা হুংকার দিয়েছেন, ‘খেলা হবে। আমিই গোলরক্ষক। দেখি কে হারায়!’

খেলা হবে। শাসকবিরোধী সবার মুখেই এক কথা, ‘খেলা হবে’। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবার বিধানসভা ভোটের আগে এখন এটাই স্লোগান।

নির্বাচনকে ‘খেলা’ বলেই মনে করেন অসম রাজ্যের মানুষ। বাঙালিরাও বলেন, ‘ভোট খেলব’। অর্থাৎ ভোটে লড়াই করবেন তিনি। অসমিয়ারাও বলে, ‘ভোট খেলিম’। মানে ওই একই, ভোটে লড়ব।

পশ্চিমবঙ্গে ভোট চিরকালই খুব গুরুত্বপূর্ণ বিষয়। খেলা এখানে আগে ছিল না। এবার মুখে মুখে ‘খেলা হবে’। শুরুটা করেন বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টা।

এখন তার কথাই সবার মুখে মুখে। ভোট প্রচারে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি উভয় দলই বলছে খেলা হবে। এমনকি বামপন্থিরাও বলছেন, খেলা হবে। মানুষই খেলবে আসল খেলা।

কিন্তু অনেকেই বলছেন খেলা শুরু হয়ে গিয়েছে। নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যের এক মন্ত্রী বোমার ঘায়ে জখম। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে আসছে সংঘর্ষের খবর। প্রচারও জমে উঠেছে।

সোমবার কলকাতার উপকণ্ঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। বিজেপির অন্য নেতারাও চষে ফেলছেন পশ্চিমবঙ্গ। তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পশ্চিমবঙ্গজুড়ে ভোট প্রচারে স্লোগান তুলছেন ‘জয় বাংলা’।

বাম ও কংগ্রেস এবার একজোট। রোববার তাদের ব্রিগেডে জনসমাবেশ। ওই সমাবেশকে সফল করতে তারা চষে বেড়াচ্ছে গোটা রাজ্য। গণসংগীতের বদলে তারা এখন প্রচারে চটুল গানকেই হাতিয়ার করছে।

ভোট প্রচারের পাশাপাশি চলছে আইনি যুদ্ধ। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে জারি হয়েছে রাজ্যের সমন। আবার মমতার ভাইপো তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা।

অভিযোগ ও পালটা অভিযোগ, প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পুলিশ রাজ্য সরকারের হাতে। আবার কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা।

সব মিলে খেলা এখনই জমে উঠেছে। কোনো পক্ষই পিছিয়ে নেই। দেয়াল লিখনও শুরু হয়ে গেছে। বাকি রয়েছে প্রার্থীদের নাম ঘোষণা। তাই নাম বাদ দিয়েই চলছে দেয়াল দখল।

এরই মধ্যে মমতা হুংকার দিয়েছেন, ‘খেলা হবে। আমিই গোলরক্ষক। দেখি কে হারায়!’

এ বিভাগের আরো খবর