সীমান্তে গত জুনে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষে নিজেদের চার সেনা নিহত হন বলে গতকাল শুক্রবার প্রথমবারের মতো স্বীকার করে চীন। এই স্বীকারোক্তির পর সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে চীন।
২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকার সীমান্তে সংঘর্ষে জড়ান ভারত ও চীনের সেনারা। সংঘর্ষের পর ভারতের পক্ষ জানানো হয়, এ ঘটনায় তাদের ২০ সেনা নিহত হয়েছেন।
বেইজিং তখন হতাহতের কথা স্বীকার করলেও তারা এতদিন সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি। তবে শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই সংঘর্ষে নিহত চার সেনার নাম প্রকাশ করে।
সিসিটিভির খবরে বলা হয়, চীনের সেনারা ‘বীরের মতো জীবন উৎসর্গ’ করেছেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্যাটালিয়ন কমান্ডার চেন হংজুন ও আরও তিনজন সেনাকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে।
ভিডিও দেখা যায়, দুই পক্ষের বিপুল সেনা তীব্র ঠান্ডা উপেক্ষা করে পাথুরে এলাকায় ধস্তাধস্তি করছেন। রাতের বেলা তারা ফ্লাশলাইট, লাঠি এবং বর্ম হাতে খাড়া ঢালের ওপর টহল দিচ্ছেন। এ সময় তাদের উচ্চ স্বরে চিৎকার করতে শোনা যায়।
ভিডিও প্রকাশের পর টুইটে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বিশ্লেষক শেন শিওয়ি দাবি করেন ভারতীয় সেনারা চীনা ভূখণ্ডে প্রবেশ করায় সংঘর্ষ বাধে।
লাদাখের গালওয়ান উপত্যকায় ১৯৬২ সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়। দীর্ঘদিন ধরে দুই দেশ একে অন্যের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার অভিযোগ করে আসছে। নানা সময়ে দেশ দুটির শীর্ষ পর্যায়ের বৈঠক হলেও, কোনো সমাধানে পৌঁছাতে পারেনি প্রতিবেশী দেশ দুটি।