বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তর প্রদেশে দলিত ২ কিশোরীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৫

পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে বিষ প্রয়োগের বিষয়টি সন্দেহ করা হচ্ছে। কারণ ধস্তাধস্তি বা লড়াইয়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছা্ড়া কিশোরীদের দেহে আঘাতের চিহ্নও ছিল না।

ভারতের উত্তর প্রদেশে দলিত দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও এক জন।

রাজ্যের উন্নাও জেলার অশোয়া থানাধীন বাবুরা গ্রামে বুধবার ওই কিশোরীদ্বয়ের মৃত্যু হয়।

মৃত দুই কিশোরীর মধ্যে এক জনের বয়স ১৩; আরেক জনের বয়স ১৬ বছর। হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর বয়স ১৭।

১৬ ও ১৭ বছর বয়সী কিশোরীরা দুই বোন। ১৩ বছরের কিশোরীটি তাদের তুতো বোন বলে খবর পাওয়া গেছে।

মৃত কিশোরীদ্বয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়, বুধবার বেলা আড়াইটার দিকে বাছুরের জন্য ঘাস কাটতে বেরিয়েছিল ওই তিন বোন। সন্ধ্যা নামলেও ঘরে না ফেরায় খোঁজ করে দেখা যায়, জমিতে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তিন জনই। তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে বিষ প্রয়োগের বিষয়টি সন্দেহ করা হচ্ছে। কারণ ধস্তাধস্তি বা লড়াইয়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া কিশোরীদের দেহে আঘাতের চিহ্নও ছিল না।

পুলিশের লক্ষ্ণৌ রেঞ্জের মহাপরিদর্শক লক্ষ্মী সিং বলেন, ‘মেয়েদের জোর করে বাঁধা হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মৃতদেহ দুটি সরানো হয়। এখনই কিছু বলা যাচ্ছে না।’

রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, ‘যে জমি থেকে কিশোরীদের উদ্ধার করা হয়, সেখানে কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। তাই একে একে গ্রামবাসীকে জেরা করা হচ্ছে। তদন্তে পুলিশের ছয়টি দল কাজ করছে।’

এদিকে আশঙ্কাজনক অবস্থায় থাকা কিশোরীকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) স্থানান্তরের দাবি তুলেছেন ভিম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদসহ বিভিন্ন দলিত সংগঠনের নেতারা।

আজাদ টুইটারে বলেন, ‘আহত মেয়েটিকে দ্রুত এআইআইএমএসে নিয়ে যাওয়া দরকার। দেশে দলিতরা একের পর এক নৃশংসতার শিকার হচ্ছে। এ ধরনের নৃশংসতা চলতে দেয়া যায় না।’

এ বিভাগের আরো খবর