বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে তারকা টানছে বিজেপি

  •    
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ১২:১১

যশ বলেন, ‘বিজেপি তরুণদের উৎসাহ দিচ্ছে বলে মনে করি। দলটির বিশ্বাস, তরুণরাই দেশে পরিবর্তন আনতে পারে। ব্যবস্থাকে পরিবর্তন করতে চাইলে এর মধ্যে থেকেই তা করতে হবে।’

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন টালিউডের বেশ কয়েক জন অভিনয়শিল্পী।

নির্বাচনের দিন ঘোষণার মাত্র কয়েক দিন আগে বুধবার প্রায় ১২ অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগ দেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসে এর আগে সুপারস্টারসহ বেশ কয়েক জন অভিনয়শিল্পী যোগ দিয়েছিলেন। তৃণমূল থেকে মনোনয়ন পাওয়া বেশির ভাগ তারকাই লোকসভা নির্বাচনে জয়ী হন।

তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করেই বিজেপি সমর্থক তারকারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলে যোগ দিচ্ছেন।

বিজেপিতে যোগ দেয়া তারকাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র ও সিরিয়ালে জনপ্রিয় মুখ ৩৫ বছর বয়সী যশ দাশগুপ্ত। ২০১৬ সালে গ্যাংস্টার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় যশের। গ্যাংস্টারে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি।

যশ ছাড়া বিজেপিতে যোগ দেয়া অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন আলোচিত অভিনেত্রী পাপিয়া অধিকারী ও সৌমিলি বিশ্বাস।

যশের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের প্রেম চলছে বলে গুঞ্জন রয়েছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূলে যোগ দেয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন নুসরাত। তিনি ছাড়াও অভিনয়শিল্পী মিমি চক্রবর্তী, দেব অধিকারী ও সন্ধ্যা রায় ওই সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন।

বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন কি না, এমন প্রশ্নের জবাবে যশ বলেন, এ সিদ্ধান্ত দলের।

তিনি বলেন, ‘বিজেপি তরুণদের উৎসাহ দিচ্ছে বলে মনে করি। দলটির বিশ্বাস, তরুণরাই দেশে পরিবর্তন আনতে পারে। ব্যবস্থাকে পরিবর্তন করতে চাইলে এর মধ্যে থেকেই তা করতে হবে।’

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল তৃণমূলের প্রধান মমতার প্রতি অনুরাগী বলেও জানান যশ।

তার ভাষ্য, ‘আমি দিদির ছোট ভাই এবং তাই থাকব। বিজেপিতে যোগ দেয়ার বিষয়টি আজ সকালে তাকে মেসেজ করে জানিয়েছি। মেসেজে আমি তার আশীর্বাদও চেয়েছি।’

বিজেপিতে সদ্য যোগ দেয়া তারকাদের মধ্যে কত জন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা জানা যায়নি। তবে নির্বাচনি প্রচারে বিজেপির বহরে তারকার হাট বসতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

এ বিভাগের আরো খবর