ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনকল না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কোনো বার্তা দিতে চাইছেন কি না, সে প্রশ্ন ছিল অনেকের মনে। তার জবাব দিয়েছেন বাইডেন।
স্থানীয় সময় বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘ভালো আলাপ’ হয়েছে বলে হোয়াইট হাউজের রিপোর্টারদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ২০ জানুয়ারি দায়িত্ব নিয়ে প্রথম বারের মতো নেতানিয়াহুকে কল দিলেন বাইডেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গুরুত্বের বিষয়টিকে আরও এক বার সামনে আনলেন।
দুই দেশের মধ্যকার সম্পর্ক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে নিয়মিত ঘনিষ্ঠ আলাপ-আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন বাইডেন ও নেতানিয়াহু।
বিবৃতি আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে আরব ও মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়ে জোর দেন। এ ছাড়া তিনি ইসরায়েল ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে বেগবানে কাজ করার ওপর গুরুত্ব দেন।
প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট বাইডেন। তাদের মধ্যে রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।