বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপ্লবের বক্তব্যের তীব্র প্রতিবাদ নেপালের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৩:১৯

সম্প্রতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেয়া এক ভাষণে বিপ্লব কুমার দেব বলেন, ‘যখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলপ্রধান ছিলেন, সে সময় এক আলোচনায় আমরা বলেছিলাম যে, এখনও কিছু রাজ্যে বিজেপির ক্ষমতায় যাওয়ার বাকি আছে। জবাবে অমিত শাহ বলেছিলেন যে, নেপাল আর শ্রীলঙ্কাও বাকি আছে।’

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যক্রম নেপাল-শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তারের বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছে কাঠমান্ডু।

মঙ্গলবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়াওয়ালি বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্তব্যের প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে নেপাল সরকার।

বিপ্লব কুমারের ওই মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রতিবেদন টুইটারে শেয়ার করেন এক ব্যবহারকারী। এর জবাবেই আপত্তি জানানোর বিষয়টি নিশ্চিত করেন গায়াওয়ালি।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্ধৃত করে কথাটি বলেছিলেন বিপ্লব।

অমিত শাহ বিজেপি সভাপতি থাকাকালীন আগরতলায় তার সঙ্গে একটি বৈঠকে হয়েছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেয়া এক ভাষণে সেই বৈঠকের বক্তব্য উদ্ধৃত করেন বিপ্লব।

তিনি বলেন, ‘যখন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলপ্রধান ছিলেন, সে সময় এক আলোচনায় আমরা বলেছিলাম যে এখনও কিছু রাজ্যে বিজেপির ক্ষমতায় যাওয়ার বাকি আছে। জবাবে অমিত শাহ বলেছিলেন যে, নেপাল আর শ্রীলঙ্কাও বাকি আছে। তিনি বলেছিলেন যে, ওই দেশ দুটিতেও বিজেপির প্রসার বাড়বে, সেখানেও মানুষের মন জয় করতে হবে আমাদের।’

বিপ্লবের এ বক্তব্য নিয়ে খবর প্রকাশের পর নয়াদিল্লিতে কর্মরত এক নেপালি কূটনীতিক জানান, ভারতে নেপালের রাষ্ট্রদূত নিলাম্বর আচার্য এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফোন করে কথা বলেছেন।

এ বিভাগের আরো খবর