বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে হামলা, নিহত ১

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:১৪

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের এক কর্মকর্তা বলেন, ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইরবিলের দক্ষিণাঞ্চল থেকে হামলাগুলো হয়। এতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র বাহিনীর বিমানঘাঁটি ছাড়াও পার্শ্ববর্তী আবাসিক এলাকায়ও কয়েকটি রকেট পড়ে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলায় এক বিদেশি ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ আহত হয়েছেন আরও আট জন।

স্থানীয় সময় সোমবার রাতে এ হামলা হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের এক কর্মকর্তা বলেন, ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইরবিলের দক্ষিণাঞ্চল থেকে হামলাগুলো হয়। এতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন মিত্র বাহিনীর বিমানঘাঁটি ছাড়াও পার্শ্ববর্তী আবাসিক এলাকায়ও কয়েকটি রকেট পড়ে।

দুই মাস আগে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস থাকা গ্রিন জোনে চারটি রকেট হামলা চালানো হয়।

‘আউলিয়া আল-দাম’ বা ‘রক্তের অভিভাবক’ হিসেবে পরিচিত একটি শিয়া সংগঠন ইরবিলে হামলার দায় স্বীকার করে।

গত কয়েক বছরে ইরাকে রকেট হামলার ঘটনায় বেশ কয়েকটি সংগঠন দায় নেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, ওইসব ছোটখাটো সংগঠন মূলত কাতাইব হিজবুল্লাহ, আসাইব আহল আল-হকসহ ইরানপন্থি আলোচিত দলগুলোর প্রকাশ্য রূপ।

বিভিন্ন সশস্ত্র সংগঠনের অনলাইন কার্যক্রম নজরে রাখা বেসরকারি সংস্থা সাইট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, হামলার পর আউলিয়া আল-দামের পক্ষ থেকে বক্তব্য দেয়া হয়েছে।

এতে বলা হয়, ‘কুর্দিস্তানসহ মাতৃভূমিতে যুক্তরাষ্ট্রের দখলে থাকা কোনো স্থাপনা আমাদের হামলার হাত থেকে রেহাই পাবে না। কুর্দিস্তানে আরেকটি কার্যকর অভিযান চালানোর বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

এদিকে ইরবিলে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

এ বিভাগের আরো খবর