গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে নৌকাটির শ শ যাত্রী।
ডিআরসির এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
দেশটির মানবিক কার্যক্রমবিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি সোমবার আল জাজিরাকে জানান, রোববার রাতে মাই-নদুম্বে প্রদেশের লংগোলা একোতি গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়। এতে ৭০০ যাত্রী ছিল।
‘এখন পর্যন্ত উদ্ধারকারী দল মৃত ৬০ ও জীবিত অবস্থায় ৩০০ জনকে উদ্ধার করেছে। নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন’, বলেন এমবিকায়ি।
নৌযানটি ডিআরসির রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটোর প্রদেশের দিকে যাচ্ছিল।
মন্ত্রী এমবিকায়ি জানান, নৌকাটি ডোবার মূল কারণ অতিরিক্ত যাত্রী ও মালামাল থাকা। এ ছাড়া ওই রাতে নৌপথের পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে।
বিপুল পরিমাণ খনিজসম্পদ থাকা ডিআরসিতে নৌ-দুর্ঘটনা নতুন নয়। বেশির ভাগ সময়ই নৌকাগুলোতে যাত্রী ও মালামাল বেশি থাকায় দুর্ঘটনা ঘটে। এসব নৌকার যাত্রীদের বেশির ভাগ লাইফ জ্যাকেট পরে না বলে মৃত্যুর ঝুঁকিতে বেশি থাকে।
গত মাসে কিভু নামের হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। এর আগে গত বছরের মে মাসে কিভু হ্রদে প্রমোদতরী ডুবে ৮ বছরের একটি মেয়েসহ ১০ জনের মৃত্যু হয়।