বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেপাল-শ্রীলঙ্কায় অনুগত সরকার চায় বিজেপি: বিপ্লব

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৭

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার জানান, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতি থাকার সময় ত্রিপুরায় বলে গিয়েছিলেন, নেপাল ও শ্রীলঙ্কাতেও দলটির নেতৃত্বাধীন সরকার গড়তে চান তিনি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শ্রীলঙ্কা ও নেপালে অনুগত সরকার গড়তে চায় বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রোববার এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত হন বিপ্লব কুমার। অন্য দেশ নিয়ে তার এ মন্তব্যে আবার বিপাকে পড়েছে বিজেপি। সমালোচনায় সরব হয়েছে ভারতের বিরোধী দলগুলো।

ওই অনুষ্ঠানে বিপ্লব জানান, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতি থাকার সময় ত্রিপুরায় বলে গিয়েছিলেন, নেপাল ও শ্রীলঙ্কাতে দলটির নেতৃত্বাধীন সরকার গড়তে চান তিনি।

বিপ্লবের এ বক্তব্যর পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেস অবিলম্বে বিপ্লবকে বহিষ্কার করার দাবি জানিয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি (মাক্সপন্থী) তথা সিপিএম সমালোচনায় সরব হয়েছে।

একাধিক বিজেপি নেতাও জানান, অন্য রাষ্ট্রের নাম নেয়া ঠিক হয়নি।

ত্রিপুরা কংগ্রেসের সাবেক সভাপতি গোপাল রায় নিউজবাংলাকে বলেন, ‘পাগলের প্রলাপ! অন্য রাষ্ট্রের বিষয়ে কোনো কথা বলার এখতিয়ারই নেই মুখ্যমন্ত্রীর। তাকে বহিষ্কার করুক প্রধানমন্ত্রী।’

কংগ্রেসের এ নেতার অভিযোগ, ‘পুরো ব্যর্থ বিজেপি সরকার। দিল্লিতে নরেন্দ্র মোদি আর রাজ্যে বিপ্লব দেব বাড়িয়ে চলছে মানুষের দুর্ভোগ। এখন অন্য দেশ নিয়েও কথা বলছে।’

সিপিএম নেতা ও সাবেক মন্ত্রী পবিত্র কর নিউজবাংলাকে বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র নিয়ে এ ধরনের মন্তব্য করা অনুচিত। এতে ভারতের ইমেজ খারাপ হবে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে ব্যর্থ বিজেপি।’

নেপাল ও শ্রীলঙ্কা অনেক দিন ধরে ভারতের বন্ধু রাষ্ট্র মন্তব্য করে তিনি বলেন, ‘বন্ধুত্বের সম্পর্ক খারাপ হতে পারে বিজেপির এই মানসিকতার জন্য। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কাম্য নয়।’

এ বিভাগের আরো খবর