যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল দম্পতির ঘরে আসছে দ্বিতীয় সন্তান।
ডিউক ও ডাচেস অব সাসেক্স উপাধিপ্রাপ্ত এই দম্পতি তাদের দেড় বছরের সন্তানের ভাই বা বোনকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তাদের এক মুখপাত্র।
ওই মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে ‘আনন্দে আত্মহারা’ ডিউক ও ডাচেস অব সাসেক্স।
যুক্তরাজ্যের রানির বাসভবন ও দপ্তর বাকিংহ্যাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, রানি, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস এবং রাজপরিবারের সবাই ‘খুবই খুশি’।
হ্যারি ও মেগান তাদের একটি সাদা-কালো ছবি দিয়ে দ্বিতীয় সন্তানের খবর দিয়েছেন।
গাছের নিচে ওই ছবিতে হ্যারির কোলে শুয়ে আছেন মেগান। একে অপরের দিকে তাকিয়ে থাকা হাস্যোজ্জ্বল হ্যারির একটি হাত মেগানের মাথায় আর মেগানের একটি হাত তার স্ফীত পেটের ওপর।
হ্যারি-মেগানের এই সন্তান ১৮তম রাজ উত্তরাধিকারী হবে।
গত বছরের জুলাইয়ে গর্ভপাত হয়েছে জানিয়ে মেগান তার ‘অসহনীয় কষ্ট’ নিয়ে নভেম্বরে একটি নিবন্ধ লেখেন। এর কয়েক মাস পরই দ্বিতীয় সন্তান আসার এই খবর জানা গেল।
এই দম্পতির মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি, আরচি (হ্যারি-মেগানের প্রথম সন্তান আরচি মাউন্টব্যাটেন-উইন্ডসর) বড় ভাই হতে চলেছে।
‘ডিউক ও ডাচেস অব সাসেক্স তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় আনন্দে আত্মহারা।’
হ্যারি ও মেগানের ওই ছবির আলোকচিত্রী তাদের বন্ধু মিশান হ্যারিমানও এক টুইটে দ্বিতীয় সন্তান আসার খবর নিশ্চিত করেছেন।
ওই টুইটে তিনি লেখেন, ‘মেগ, আমি তোমার বিয়ের অনুষ্ঠানে ছিলাম, যেখানে এই ভালোবাসার গল্পটির শুরু এবং আমার বন্ধু, এই ভালোবাসার সম্প্রসারণের বিষয়টি ধারণ করতে পেরে সম্মানিত।
‘আনন্দময় এই সংবাদের জন্য ডিউক ও ডাচেস অব সাসেক্সকে অভিনন্দন!’