বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিয়ানমারে বিক্ষোভ : মাথায় গুলিবিদ্ধ তরুণী জীবন সঙ্কটে

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০৯

বিবিসি জানিয়েছে, রাজধানী নেপিদোয় মঙ্গলবারের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেটের পাশাপাশি গুলি ছোড়ে। এতে আহত হন ‘অনেকে’। তাদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণীর মাথায় গুলি লাগে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আহত ১৯ বছরের তরুণীর অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাজধানী নেপিদোয় বিক্ষোভের সময় মাথায় গুলি লাগে ম্যায়া থুয়ে থুয়ে ক্যান নামের ওই তরুণীর।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, তাকে সরাসরি গুলি করে পুলিশ।

বিক্ষোভ দমাতে পুলিশের শক্তি প্রয়োগ বাড়তে থাকায় বাড়ছে গুরুতর আহতের সংখ্যা। তবে এখনও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে চলা বিক্ষোভ দমাতে সোমবার রাত্রীকালীন কারফিউ ও জনসমাগমে নিষেধাজ্ঞা দেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

মঙ্গলবার তা উপেক্ষা করে রাস্তায় নামে কয়েক হাজার প্রতিবাদকারী। এদিন তাদের ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস, রাবার বুলেটের পাশপাশি সরাসরি গুলি ছোড়ে পুলিশ। এতে আহত হন ওই তরুণীসহ অনেকে।

এরপর মঙ্গলবার রাতে মিয়ানমারের সামরিক সরকার অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) সদর দপ্তরে ‘হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়’ বলে অভিযোগ করেছে দলটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তারক্ষী বাহিনী ওই দপ্তরের প্রবেশদ্বার গুঁড়িয়ে দিয়েছে। তখন অবশ্য ভবনটিতে দলের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

এদিকে, টানা পঞ্চম দিনের মতো বুধবার বিক্ষোভ করেছে অভ্যুত্থানবিরোধীরা। এদিন সকালেই রাজধানী নেপিদোর রাস্তায় নামে হাজার হাজার মানুষ। তাদের একটি বড় অংশ ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারী।

পশ্চিমের কায়াহ প্রদেশে বুধবার বিক্ষোভে যোগ দিয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ‘উই স্ট্যান্ড উইথ দ্য পিপল অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট দ্য ডিক্টেটরশিপ’ ব্যানারে প্রতিবাদ জানাচ্ছেন তারা।

বিবিসিকে এক বিক্ষোভকারী বলেন, ৪০ জন পুলিশ সদস্য বিক্ষোভে সংহতি জানিয়ে অন্য পুলিশের হামলা থেকে তাদের রক্ষা করেছেন।

আরেক বিক্ষোভকারী বলেন, বিক্ষোভে অংশ নেয়ার দায়ে কয়েকজন পুলিশকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরো খবর