রাশিয়া থেকে কেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ তুরস্ক পুরোপুরি মোতায়েন নাও করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।
স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কভিত্তিক পত্রিকা হুরিয়েতকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
রাশিয়া থেকে ওই ক্ষেপণাস্ত্র কেনায় তুরস্কের ওপর অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, মূলত ন্যাটো হার্ডওয়্যারকে লক্ষ্য করে বানানো ও ২০১৯ সালের জুলাইয়ে কেনা ওই ক্ষেপণাস্ত্র তুরস্ক প্রত্যাহার করুক, এমনটাই চায় যুক্তরাষ্ট্র। ওই ক্রয়ের ফলে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক আরও নাজুক হয়ে পড়ে। এমনিতেই সিরিয়ায় সংঘর্ষকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না।
সাক্ষাৎকারে আকার বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্রকে কেন্দ্র করে গ্রিসের মতো আপস করতে রাজি তুরস্ক।
নব্বইয়ের দশকের শেষের দিকে সাইপ্রাস ও তুরস্কের মধ্যকার সংকট নিরসনে রাশিয়া থেকে পুরোনো এস-৩০০ ক্ষেপণাস্ত্র কিনে নিজের বৃহত্তম দ্বীপ ক্রেটে রাখে গ্রিস।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাইপ্রাসের জাতিগত গ্রিক জনগোষ্ঠী গ্রিক সাইপ্রিওটস সরকার শুরুতে ওই ক্ষেপণাস্ত্রটি অর্ডার করেছিল। পরে তারা তা গ্রিস সরকারের কাছে হস্তান্তরে সম্মত হয়।
গ্রিসের কেনা এস-৩০০ ক্ষেপণাস্ত্র সব সময় ব্যবহার করা হয় না উল্লেখ করে আকার বলেন, ‘আমরা সর্বক্ষণ ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করব না। রাষ্ট্রের হুমকির বিষয় বিবেচনায় রেখে আমরা এটি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেব। এ নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।’
এদিকে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক নিয়ে ওয়াকিবহাল তুরস্কের দুই কর্মকর্তার বরাতে ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধাস্ত্রের খুচরা যন্ত্রাংশ ভবিষ্যতে দেশটি থেকে সরবরাহ নিশ্চিত করতে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে এড়াতে ছাড় দিতে প্রস্তুত তুরস্ক।