বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উহানের ল্যাব থেকে ছড়ায়নি করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  •    
  • ৯ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৩৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা পিটার বেন এম্বারেক বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়েছে এই অনুমানের ভিত্তি নেই।

করোনাভাইরাস চীনের উহানের ল্যাব থেকে নাও ছড়াতে পারে বলে জানিয়েছে দেশটিতে সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল। একই সঙ্গে ভাইরাসটি প্রথম কোন জায়গা থেকে ছড়িয়েছে সেই বিষয়টিও নিশ্চিত নয় বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তদন্ত শেষে এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা পিটার বেন এম্বারেক বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়েছে এই অনুমানের ভিত্তি নেই।

তিনি বলেন, করোনার উৎস শনাক্ত করতে আরও বেশি সময় ও তদন্ত প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বেন এম্বারেক আরও বলেন, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলেও, ভাইরাস ছড়ানোর বিষয়ে এখনও পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

আরও পড়ুন: করোনার উৎস খুঁজতে চীনে ডব্লিউএইচওর দল

চীনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা লিয়াং উনাইনের দাবি, করোনার নতুন রূপটি উহানের শনাক্তের আগে অন্য অঞ্চলে পাওয়া গেছে। তবে কোথায় পাওয়া গেছে তা জানাননি চীনা কর্মকর্তা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের ধারণা, প্রাণী থেকে মানুষে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে। তবে উহান থেকেই যে ভাইরাস ছড়িয়েছে, তার কোনো প্রমাণ নেই।

চীনের পশ্চিমের হুবেই প্রদেশের শহর উহান। এই শহরেই প্রথম করোনার নতুন গোত্রের ভাইরাস- সার্স সিওভিটু শনাক্ত হয়। বিশ্বজুড়ে এই ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ২৩ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ১০ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম শনাক্ত হয় করোনা গোত্রের নতুন ভাইরাস। পশ্চিমা বিশ্বের অভিযোগ, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি থেকে ভাইরাসটি ছড়িয়েছে।

শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে চীন। বিষয়টি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উহান পরিদর্শনে আসতে চাইলেও, আপত্তি জানায় বেইজিং। এতে চীনবিরোধী মনোভাব বাড়তে থাকে বিশ্বজুড়ে।

করোনার উৎস অনুসন্ধানে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনের উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ডিসেম্বরে ডব্লিউএইচও ঘোষণা দেয়, বিভিন্ন দেশের ১০ জন বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল ২০২১ সালের জানুয়ারিতে উহান যাবে।

চীন অনুমতি না দেওয়ায় জানুয়ারির শুরুর দিকে চীন যেতে পারেনি তদন্ত দল। এতে তদন্তের বিষয়ে চীনের আগ্রহ নিয়ে সন্দেহ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর গত ১৪ জানুয়ারি উহান পৌঁছায় বিশেষজ্ঞ দল।

এ বিভাগের আরো খবর