অভিবাসী ইরানিদের সমাবেশে বোমা হামলার পরিকল্পনার দায়ে এক ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের আদালত।
৪৯ বছর বয়সী আসাদোল্লাহ আসাদি নামে ওই কূটনীতিক অস্ট্রিয়ার ভিয়েনায় ইরানের দূতাবাসে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পরে এই প্রথম কোনো কূটনীতিক ইউরোপিয়ান ইউনিয়নের দেশে সাজা পেলেন।
মামলায় আরও তিন জনকে ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে।
২০১৮ সালে জুন মাসে ইরান থেকে ইউরোপে আসা সরকারবিরোধী অভিবাসীদের একটি র্যালি অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে। ওই র্যালিতে নেতৃত্ব দিয়েছিলেন ইরানের বিরোধী নেত্রী মরিইয়ম রাজাভি।
র্যালির কয়েক দিন আগে দেড় কেজি বিস্ফোরকসহ বেলজিয়ামের ব্রাসেলসে গ্রেপ্তার হন এক দম্পতি। জিজ্ঞাসাবাদে তারা জানান, ওই বিস্ফোরক তারা ইরানি কূটনীতিক আসাদোল্লাহর কাছে পেয়েছেন।
এর কয়েক দিনের ভেতরেই আসাদোল্লাহকে গ্রেপ্তার করে ফ্রান্স, জার্মান ও বেলজিয়ামের যৌথ বাহিনী।
হামলার লক্ষ্যবস্তু হওয়া র্যালিটিতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিল। এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানিও।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী জর্জ হেনরি বিউথিয়ার বলেন, ‘এই রায়ে দুটি বিষয় পরিষ্কার। প্রথমত, অপরাধের সাজা থেকে কূটনীতিকদেরও ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, হামলা হলে র্যালিতে যে হত্যাযজ্ঞ হতো, যার দায় ইরান সরকারও এড়াতে পারে না।’
রায়ের পর কোর্টের বাইরে নেচে গেয়ে উদযাপন করেছেন ইরানের সরকার বিরোধী অভিবাসীরা।
বোমা হামলার পরিকল্পনাকে সাজানো বলে অভিযোগ করে আসছিল ইরান।