বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমবঙ্গে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মমতা

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৫৫

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে সুবিধা করতে পারেনি তৃণমূল। অনেক জেলায় এক ভোটও পড়েনি তৃণমূলে। ঘুরে দাঁড়াতে এবার তাই উত্তরাঞ্চলকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন মমতা।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জিততে মরিয়া তৃণমূল নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের উত্তর অংশ থেকে শুরু করেছেন নির্বাচনি প্রচার।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে সুবিধা করতে পারেনি তৃণমূল। অনেক জেলায় এক ভোটও পড়েনি তৃণমূলে। ঘুরে দাঁড়াতে এবার তাই উত্তরবঙ্গকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন মমতা।

আলিপুরদুয়ারে বুধবার নির্বাচনি সভা দিয়ে শুরু করেন প্রচার। জনসভায় এদিন বিপুল সংখ্যক সমর্থকদের ভিড় ছিল।

ভাষণে আলিপুরদুয়ারে দলছুটদের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। সদ্য দলত্যাগী বনমন্ত্রী রাজীব ব্যানার্জির নাম উল্লেখ না করলেও, তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ তোলেন মমতা।

পাল্টা জবাব দিয়েছেন রাজীবও। তিনি বলেন, দুর্নীতি হলে মন্ত্রী থাকাকালীন তদন্ত হতে পারতো। এখন তদন্ত হলে 'কেঁচো খুড়তে কেউটে' বের হওয়ার আশঙ্কা রয়েছে।

দলবদলে বেশ বিব্রত তৃণমূল। ইতোমধ্যে বহু হেভিওয়েট নেতা নাম লিখিয়েছেন বিজেপিতে। এ প্রশ্নে মমতা বলেন, লোভী-ভোগীদের জন্য রাস্তা খোলা, চলে যান।

'বিজেপি লোভ-ভোগে ভরে গেছে। বিজেপিকে বিদায় দিন, এরা দেশ বেচে দেবে। দাঙ্গাবাজ বিজেপির জায়গা এখানে নেই। দেশ, ধর্ম, সব বেচে দেবে ওরা।'

এদিকে কলকাতায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায় দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন।

ভারতের পাঁচ রাজ্যে এপ্রিলে বিধানসভা নির্বাচন। রাজ্যগুলো হলো পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাডু ও পুডুচেরি।

এ বিভাগের আরো খবর