বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণতন্ত্রের চর্চা বাংলাদেশের চেয়ে তুরস্কে কম

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪২

সূচক অনুযায়ী, মুসলিম অধ্যুষিত দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা খুবই কম। বিশ্বের ১৬৭ দেশের তালিকায় মুসলিমপ্রধান দেশ আছে ৪৪টি। একটিতেও নেই পূর্ণ গণতন্ত্র। ত্রুটিপূর্ণ গণতন্ত্র আছে তিনটি দেশে। মিশ্র শাসনে থাকা দেশের সংখ্যা ১২। আর স্বৈরশাসনে চলছে ২৯টি। মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৪, আর তুরস্কের ১১ নম্বরে। সারা বিশ্বে এই দেশটি আছে ১০৪ নম্বরে।

বিশ্বে গণতন্ত্রের যে সূচক, তাতে মুসলিম প্রধান দেশগুলোর করুণ অবস্থা। পূর্ণ গণতন্ত্র নেই মুসলিম অধ্যুষিত কোনো দেশে। ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তালিকাতেও নিচের দিকেই তারা। সবচেয়ে বেশি দেশ আছে স্বৈরশাসনে।

বাংলাদেশের অবস্থান মিশ্র শাসনে। সামগ্রিকভাবে বৈশ্বিক সূচকে বাংলাদেশ আছে ৭৬তম অবস্থানে। তবে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশে ওপরে আছে কেবল তিনটি দেশ।

মুসলমান দেশগুলোর মধ্যে গণতন্ত্রের সূচকে সবচেয়ে ভালো অবস্থান মালয়েশিয়ার। এরপরের অবস্থান আফ্রিকার তিউনিশিয়া। আর তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়া। এর পরেই বাংলাদেশের অবস্থান।

সাম্প্রতিক সময়ে মুসলিম দেশগুলোতে জনপ্রিয়তা পাওয়া তুরস্কের অবস্থান তলানিতে। সারা বিশ্বে দেশটির অবস্থান ১০৪ নম্বরে আর মুসলিম দেশগুলোর মধ্যে এর অবস্থান ১১ নম্বরে।

তুরস্কের পরের স্থানেই আছে পাকিস্তান। ১৯৪৭ সালে ব্রিটিশ রাজের শাসন থেকে মুক্ত হওয়ার পর যে দেশটি বারবার সেনা শাসনের মুখোমুখি হয়েছে।

এই সূচক প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।

নির্বাচনি ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক স্বাধীনতার পরিবেশ বিবেচনায় ১০ পয়েন্টের ভিত্তিতে বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতির সূচক তৈরি করে ইআইইউ।

কোনো দেশের গড় স্কোর আটের বেশি হলে সেখানে ‘পূর্ণ গণতন্ত্র’; স্কোর ছয় থেকে আট এর মধ্যে হলে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’; চার থেকে ছয় এর মধ্যে হলে ‘মিশ্র শাসন’ এবং পয়েন্ট চার এর নিচে হলে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরা হয়।

ইআইইউর করা তালিকায় এবার ১৬৭ দেশের মধ্যে পূর্ণ গণতন্ত্র রয়েছে ২৩টি দেশে, ত্রুটিপূর্ণ গণতন্ত্র রয়েছে ৫২টি দেশে, মিশ্র শাসন ৩৫টি ও স্বৈরশাসন রয়েছে ৫৭টি দেশে।

‘ডেমোক্রেসি ইনডেক্স ২০২০: ইন সিকনেস অ্যান্ড ইন হেলথ?’ শিরোনামে বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ১৬৭ দেশের তালিকায় ৪৪টি মুসলিম প্রধান দেশ স্থান পেয়েছে।

এর মধ্যে মুসলিম প্রধান কোন দেশই পূর্ণ গণতন্ত্রের মর্যাদা পায়নি। ৭.১৯ পয়েন্ট নিয়ে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের ক্যাটাগরিতে থাকা মালয়েশিয়া মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবচেয়ে উপরে। সারা বিশ্বে এই দেশটির অবস্থান ৩৯ নম্বরে।

এই ক্যাটাগরিতে ৬.৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়া। সারা বিশ্বে এই দেশটির অবস্থান ৫৪।

তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার পয়েন্ট ৬.৩০। সারা বিশ্বে এই দেশটির অবস্থান ৬৪।

৫.৯৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ মুসলিম দেশগুলার মধ্যে চতুর্থ অবস্থানে আছে। গত বছরের চেয়ে এক বছরে উন্নতি হয়েছে চার ধাপ। গতবার বাংলাদেশের পয়েন্ট ছিল ৫.৮৮। অর্থাৎ এক বছরে পয়েন্ট বেড়েছে ০.১১।

মিশ্র শাসনের বাকি মুসলিম প্রধান দেশগুলো হলো সেনেগাল (৫.৬৭), মরক্কো (৫.০৪), সিয়েরা লিওন (৪.৮৬), বসনিয়া ও হার্জেগোভিনা (৪.৮৪), বেনিন (৪.৫৮), গাম্বিয়া (৪.৪৯)।

রিসেপ তায়েপ এরদোয়ানের তুরস্কের স্কোর ৪.৪৮। ইমরান খানের পাকিস্তানের স্কোর ৪.৩১।

এরপরের তিন অবস্থান যথাক্রমে কিরগিজ রিপাবলিক (৪.২১), লেবানন (৪.১৬) এবং নাইজেরিয়া (৪.১০)।

ইআইইউর বিবেচনায় মুসলিম প্রধান বেশিরভাগ দেশে চলছে স্বৈরশাসন। চার পয়েন্টের নিচে থাকা দেশগুলো হলো- মালি, মৌরি তানিয়া, ফিলিস্তিন, কুয়েত, আলজেরিয়া, বুরকিনা ফাসো, ইরাক, জর্ডান, নাইজার, কাতার, কাজাখস্তান, গিনি, কোমোরোস, ওমান, মিশর, আফগানিস্তান, জিবুতি, সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, গিনি বিসাউ, ইরান, উজবেকিস্তান, সৌদি আরব, লিবিয়া, ইয়েমেন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চাদ এবং সিরিয়া।

এ বিভাগের আরো খবর