এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল ইউরোপের মুসলিম-অধ্যুষিত দেশ কসোভো। একই সঙ্গে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে দূতাবাসও স্থাপন করতে যাচ্ছে দেশটি।
সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
সোমবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি ও কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ।
অনুষ্ঠান শেষে আশকেনাজি জানান, জেরুজালেমে কসোভোর দূতাবাস স্থাপনের অনুরোধকে অনুমোদন দিয়েছেন তিনি।
গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। তবে অন্য দেশগুলো তেল আবিবে দূতাবাস স্থাপন করলেও জেরুজালেমে দূতাবাস স্থাপন করতে যাচ্ছে কসোভো।
২০১৮ সালে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জেরুজালেমকে ইসরায়লের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেয় দেশটি।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও জেরুজালেমে নিজেদের দূতাবাসের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
ফিলিস্তিন ও ইসরায়েলে দুই দেশই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করায় সেখানে দূতাবাস স্থাপনের বিরোধিতা করে আসছিল আন্তর্জাতিক সম্প্রদায়।
গত বছরের সেপ্টেম্বরে এক সম্মেলনে কসোভো ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই অনুষ্ঠানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল কসোভা। বিনিময়ে কসোভোকেও ইসরায়েল স্বীকৃতি দিতে চেয়েছিল।
২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে কসোভো।