চীনের দেয়া উপহারের টিকার পাঁচ লাখ ডোজের প্রথম ব্যাচ আনতে দেশটিতে রোববার বিশেষ একটি বিমান পাঠাচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) দৈনন্দিন সভা শেষে শনিবার এ সিদ্ধান্তের কথা জানায়।
করোনাভাইরাস প্রতিরোধী বেশ কিছু টিকা এরই মধ্যে প্রয়োগ চলছে বিশ্বজুড়ে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মতো নজর কাড়তে পারেনি চীনের উদ্ভাবিত সিনোভ্যাক্স টিকা।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। বিশ্বের অধিকাংশ দেশ এই টিকা পেতে চাইলেও চীনের টিকার প্রতি আগ্রহ সামান্যই।
তাছাড়া, টিকা কূটনীতিতে ভারত থেকে চীন অনেকটাই পিছিয়ে পড়েছে। প্রতিবেশী দেশগুলোতে নয়াদিল্লির টিকা উপহার পাঠানোর দৃশ্য চীনকে কেবল নিরব দর্শকের মতো দেখতে হচ্ছে।
ভারত এরই মধ্যে উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে বাংলাদেশকে। নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটানকে টিকা উপঢৌকন পাঠিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এই তালিকায় পাকিস্তানকে রাখেনি তারা।
ভারত থেকে টিকা পেতে খুব একটা তৎপরতা চালায়নি পাকিস্তানও। অন্যসব বিষয়ের মতো ইমরান খান সরকার টিকা ইস্যুতেও চীনের ওপর নির্ভর করে আসছিল। সহায়তার হাত বাড়িয়েছে বেইজিংয়েও।
পাকিস্তানে টিকা বিক্রি করার প্রতিশ্রুতি দেয়া ছাড়াও পাঁচ লাখ ডোজ উপহার দেয়ার ঘোষণা দিয়েছে চীন। উপহারের টিকার প্রথম চালান আনতে রোববার দেশটিতে বিশেষ বিমান পাঠাবে ইসলামাবাদ।
এনসিওসির বিবৃতি বলা হয়েছে, ‘ইসলামাবাদে টিকার রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া, সিন্দ ও বেলুচিস্তানসহ রাজ্যগুলোতেও বিমানে করেই টিকা পাঠানো হবে।’
টিকা বণ্টনে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করবে এনসিওসি। এ ছাড়া, প্রাদেশিক ও জেলা পর্যায়েও সেল গঠন করা হবে জানানো হয়েছে।