সব জল্পনার অবসান ঘটিয়ে ইউরোপীয় ইউনিয়নে অনুমোদন পেল অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। ১৮ বছরের বেশি বয়সীদের উপর এই টিকা প্রয়োগ করা যাবে।
ইইউর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকাটি ট্রায়ালে ৬০ শতাংশ কার্যকর প্রমাণ হওয়ায় এই অনুমোদন দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাংলো-সুইডিশ ওষুধ তৈরি প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা তৈরি করেছে কাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিন। ভ্যাকসিনটি পরীক্ষার সব ধাপ উৎরানোর পরপরই ইইউ সেটির ৪০০ মিলিয়ন ডোজ চাহিদা দিয়ে চুক্তি করে।
চুক্তির শর্ত ভঙ্গের কারণে সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ইউরোপের। তাদের অভিযোগ, সময়মত চাহিদা মেটাতে পারছে না অ্যাস্ট্রাজেনেকা।
অবশ্য অভিযোগ মানতে নারাজ অ্যাস্ট্রাজেনেকা। তারা বলছে, ভ্যাকসিন দ্রুত উৎপাদন ও সরবরাহে সর্বোচ্চ গতিতে কাজ করছে তারা।
অ্যাস্ট্রাজেনেকার পাশপাশি জার্মানির বায়ো এন টেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার ভ্যাকসিনেরও চাহিদা দিয়ে রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
করোনায় এ পর্যন্ত ২২ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ইউরোপে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজারের বেশি মানুষের। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে, এক লাখ তিন হাজার ১২৬ জন।