হোয়াইট হাউজে কাজ শুরুর প্রথম সপ্তাহেই জনপ্রিয়তায় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে যোজন যোজন এগিয়ে গেছেন তার উত্তরসূরি জো বাইডেন।
ক্ষমতায় বসার ৭ দিনের মাথায় যে সমর্থন পেয়েছেন বাইডেন, তা গত চার বছরেও ট্রাম্প পাননি বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা মনমাউথ ইউনিভার্সিটি পোলিং ইনস্টিটিউট স্থানীয় সময় বুধবার সমর্থন নিয়ে করা জরিপের ফল প্রকাশ করে।
এতে দেখা যায়, আমেরিকার ৫৪ শতাংশ জনগণ বাইডেনের কর্মকাণ্ডের সমর্থন জানিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে ৩০ শতাংশ।
ক্ষমতায় থাকাকালে বড় সময়জুড়ে ৪০ শতাংশের বেশি সমর্থন পাননি ট্রাম্প। ২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তের জরিপে তিনি কেবল ৩৪ শতাংশের সমর্থন পান, যা ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের সবচেয়ে কম সমর্থনের রেকর্ড।
সোমবার দেশটির জরিপ সংস্থা মর্নিং কনসাল্টও সমর্থন নিয়ে জরিপ প্রকাশ করে। এতে বাইডেনের পক্ষে ৫৬ শতাংশ ও বিপক্ষে ৩৪ শতাংশ ভোট পড়ে। একই দিন বাইডেন ৬৩ শতাংশ সমর্থন পেয়েছেন বলে হিল-হ্যারিসএক্স পরিচালিত আরেকটি জরিপে দেখা যায়।
জরিপে ডেমোক্র্যাটিক পার্টির প্রতি যুক্তরাষ্ট্রের জনগণের বিপুল সমর্থনের পাশাপাশি ট্রাম্পের চার বছরের শাসনামল শেষে দেশটির রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক মেরুকরণের বিষয়টিও উঠে আসে।
মনমাউথের জরিপে দেখা যায়, ডেমোক্র্যাটদের কাছ থেকে বাইডেন ৯০ শতাংশ সমর্থন পেয়েছেন। স্বতন্ত্র ব্যক্তিদের কাছ থেকে ৪৭ শতাংশ এবং রিপাবলিকানদের কাছ থেকে ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন তিনি।