বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেটে ট্রাম্পের অভিশংসন নথি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ জানুয়ারি, ২০২১ ০৯:১৪

স্থানীয় সময় সোমবার কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের নয় সদস্য অভিশংসনের নথি নিয়ে উচ্চকক্ষ সিনেটে যান। সেখানে প্রস্তাব পড়ে শোনান প্রতিনিধি দলটির প্রধান জেমি রাসকিন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসনের নথি সিনেটে পৌঁছেছে।

মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের নয় সদস্য অভিশংসনের নথি নিয়ে উচ্চকক্ষ সিনেটে যান। সেখানে নথি পড়ে শোনান প্রতিনিধি দলটির প্রধান জেমি রাসকিন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সিনেটের কাছে নথি পৌঁছানোর পরের দিন থেকেই অভিশংসনের শুনানি শুরু করতে হয়। তবে এখনও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভা পূর্ণ না হওয়ায় সিনেটররা শুনানি শুরু করতে আরও দুই সপ্তাহ সময় নিতে পারেন।

অভিশংসন প্রস্তাব নিয়ে যাওয়া কংগ্রেস সদস্যদের সবাই ডেমোক্র্যাটিক পার্টির। বাকি আট সদস্য হলেন ডায়ানা ডেগেটে, ডেভিড সিসিলিনি, জোয়াকুইন ক্যাস্ট্রো, এরিক সালওয়েল, টেড লিইইউ, স্টাসি প্লাসকেট, জো নেগুস ও মেডেলিন ডিন।

ট্রাম্পকে কেন অভিযুক্ত করা উচিত, এ বিষয়ে তারা সিনেটে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

১৪ জানুয়ারি কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন করা হয় ট্রাম্পকে। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যাকে দুই বার অভিশংসন করা হয়েছে।

সিএনএন জানিয়েছে, সিনেটে অভিশংসন শুনানি মোকাবিলা করতে আইনি প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প।

হোয়াইট হাউজ ছাড়ার পর ফ্লোরিডায় থাকছেন সাবেক প্রেসিডেন্ট। সেখানে তার বেশিরভাগ সময় কাটছে গলফ খেলে।

এ বিভাগের আরো খবর