বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত ৪ ফুটবলার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জানুয়ারি, ২০২১ ০০:৫৬

ব্রাজিলিয়ান কাপ গেম নামের একটি টুর্নামেন্টে অংশ নিতে দেশটির লুজিম্যাঙ্গুয়েজ এলাকা থেকে গোয়াইনিয়াতে যাচ্ছিলেন ওই খেলোয়াড়রা। পালমা ক্লাবের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মাটি থেকে ওড়ার সময়ই বিধ্বস্ত হয়েছে বিমানটি।

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় পাইলটসহ পালমা নামের স্থানীয় এক ক্লাবের চার ফুটবলার ও ক্লাবটির প্রেসিডেন্ট নিহত হয়েছেন।

রোববার সংবাদমাধ্যম দি সানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ব্রাজিলিয়ান কাপ গেম নামের একটি টুর্নামেন্টে অংশ নিতে দেশটির লুজিম্যাঙ্গুয়েজ এলাকা থেকে গোয়াইনিয়াতে যাচ্ছিলেন ওই খেলোয়াড়রা।

পালমার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, মাটি থেকে ওড়ার সময়ই বিধ্বস্ত হয়েছে বিমানটি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি, আরোহীদের কেউই বেঁচে নেই।’

নিহতরা হলেন ক্লাবটির প্রেসিডেন্ট লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাজিডিস, গুইলহারমে নোয়ে, র‍্যানুল ও মার্কাস মলিনারি ও বিমানটির পাইলট ওয়াগনার।

বিমান দুর্ঘটনার কারণে টুর্নামেন্ট স্থগিত করেছেন আয়োজকরা।

২০১৬ সালে ২৮ নভেম্বর এক বিমান দুর্ঘটনায় শাপেকোয়েনসে ক্লাবের ফুটবলার ও কর্মকর্তা এবং কয়েক জন সাংবাদিকসহ ৭১ জন প্রাণ হারান।

এর দুই বছর আগে ব্রাজিলের বিখ্যাত ক্লাব ইন্তারনাসিওনালের সাবেক অধিনায়ক ফের্নান্দাও হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

এ বিভাগের আরো খবর