বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিল্লিতে ট্রাকটর র‌্যালি ঢুকতে পারবে প্যারেডের পর

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ২২:০৩

তবে কৃষকদের ট্রাকটর ব়্যালি কোনোমতেই মধ্য দিল্লির দিকে যেতে পারবে না। এমনকি এই কর্মসূচি দিল্লি সীমানার নিকটবর্তী স্থানেই সীমাবদ্ধ রাখতে হবে।

আশিস গুপ্ত, নয়াদিল্লি :

শনিবার রাতে কৃষকদের দিল্লিতে ট্রাকটর ব়্যালির অমুমতি দিয়েছিল পুলিশ। রুট নির্ধারণে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠক করে দিল্লি পুলিশ প্রশাসন। সিংঘু, টিকরি, গাজিপুর, চিল্লা সীমানা দিয়ে রাজধানীতে ট্রাকটর ব়্যালি প্রবেশের প্রস্তাব দিয়েছে পুলিশ।

তবে, নয়া তিন কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে এই ট্রাকটর ব়্যালি হবে রাজপথে প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের পর। এবং কৃষকদের ট্রাকটর ব়্যালি কোনোমতেই মধ্য দিল্লির দিকে যেতে পারবে না। এমনকি এই কর্মসূচি দিল্লি সীমানার নিকটবর্তী স্থানেই সীমাবদ্ধ রাখতে হবে।

গাজিপুর, সিংঘু, টিকরি, রাজস্থান-হরিয়ানা সীমান্তের শাহজানপুরসহ দিল্লির বিভিন্ন সীমান্তে অবস্থান করছেন প্রতিবাদী কৃষকেরা।

পুলিশ জানিয়েছে, ব়্যালির জন্য সীমানার ব্যারিকেড সরিয়ে দেওয়া হবে এবং কৃষকেরা দিল্লিতে প্রবেশ করবেন। প্রায় ১০০ কিলোমিটার মিছিলের পর কৃষকরা বিক্ষোভের জায়গায় ফিরে আসবেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোনোরকম প্রভাব পড়বে না বলেও আশ্বাস দিয়েছেন বিক্ষোভকারীরা।

কিষান সভার সাধারণ সম্পাদক অতুলকুমার অঞ্জন বলেন, ‘আমরা ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছি। বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে ৬০ হাজার ট্রাকটর। এ ছাড়া দেশজুড়ে ১৯৪টি জেলায় একইসঙ্গে ট্রাকটর মিছিল হতে চলেছে।’

পাঞ্জাব জামহুরি কিষান সভার সাধারণ সম্পাদক কুলবন্ত সিং সান্ধু অবশ্য বলেছেন, ‘আড়াই থেকে তিন লাখ ট্রাকটর প্যারেডে অংশ নেবে। কৃষকরা শান্তিপূর্ণভাবেই মিছিলে অংশ নেবে।’

অন্যদিকে, কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে ‌মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন মহারাষ্ট্রের হাজার হাজার কৃষক। মহারাষ্ট্রে প্রায় ২১টি জেলা থেকে অন্তত ২০ হাজার কৃষক নাসিকে জড়ো হয়েছিলেন শনিবার। সেখান থেকেই তারা পদযাত্রা করে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

সোমবার মুম্বাইয়ের আজাদ ময়দানে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ধরনায় বসবেন তারা। ওই প্রতিবাদে সমর্থন জানিয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কংগ্রেস, শিবসেনা, বহুজন বঞ্চিত আগাড়ি (ভিবিএ) এবং বাম দলগুলো।

সোমবারের ধরনায় উপস্থিত হতে পারেন এনসিপি নেতা শারদ পাওয়ারসহ বহু কৃষক ইউনিয়ন নেতা। নাসিক থেকে মুম্বাইয়ের উদ্দেশে কৃষকদের পদযাত্রা ইতিমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। রোববার সকাল থেকে নাসিকের রাস্তায় ব্যানার-পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন কৃষকেরা। সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। চাষিদের হাতে লাল পতাকা। কারো হাতে ব্যানার। পদযাত্রার আহ্বায়ক মহারাষ্ট্রের কৃষক ইউনিয়ন সংযুক্ত শ্বেতকারি কামগার মোর্চার (এসএসকেএম) ছাতার তলায় জড়ো হয়েছেন রাজ্যের অসংখ্য কৃষক সংগঠন।

কৃষি আইনের বিরুদ্ধে মোর্চার এই প্রতিবাদে শামিল হয় বহু রাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং নাগরিক সংগঠনও। কয়েকদিন আগেই কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শারদ পাওয়ার বলেছিলেন, ‘কৃষকদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ঠিক করছে না কেন্দ্র। চাষিদের ভাবাবেগে আঘাত করলে তার কঠিন মূল্য চুকাতে হবে কেন্দ্রকে।’‌

এ বিভাগের আরো খবর