পশ্চিম আফ্রিকার গিনি উপসাগরে একটি কার্গো জাহাজ থেকে ১৫ নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় তাদের হামলায় মারা গেছেন জাহাজের এক প্রকৌশলী।
রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত প্রকৌশলী ছাড়া জাহাজটির সব নাবিক ও ক্রুই তুরস্কের নাগরিক।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমভি মোজার্ট নামের জাহাজটি নাইজেরিয়ার লাগোস থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাচ্ছিল। শনিবার সকালে গিনি উপসাগরে জলদস্যুরা জাহাজে হামলা চালায়। এ সময় জলদস্যুদের সঙ্গে সংঘর্ষে এক প্রকৌশলী মারা যান।
নিহত প্রকৌশলীর নাম ফারমান ইসমায়িলভ। তিনি আজারবাইজানের নাগরিক।
আনাদোলু জানিয়েছে, প্রায় সব ক্রুকে অপহরণ করার পর জাহাজটি চালানোর জন্য তিন নাবিককে রেখে যায় জলদস্যুরা।
তুরস্কের সরকারি দপ্তর জানিয়েছে, জাহাজে থাকা দুই নাবিকের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অপহৃতদের উদ্ধারে পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর মতে, জলদস্যুতার কারণে গিনি উপসাগর পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ।
এর আগে ২০১৯ সালে নাইজেরিয়ার উপকূল থেকে ১০ তুর্কি নাগরিককে অপহরণ করেছিল জলদস্যুরা। এক মাস পরেই তাদের ছেড়ে দেয়া হয়।