করোনার টিকা নিতে ভারতের প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসম সফরে শনিবার এ আহ্বান জানান মোদি।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মশতবর্ষ উপলক্ষ্যে শিবসাগরের জেরেঙা পাথারে এক লাখের বেশি মানুষের মধ্যে জমির পাট্টা বিতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় মোদি দাবি করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের করোনার টিকার চাহিদা এখন তুঙ্গে।
মোদি বলেন, ‘গোটা দুনিয়া ভারতে তৈরি করোনা টিকার প্রশংসা করছে। এই টিকা নিরাপদ। তাই আপনাদের সময় এলে আপনারাও নিন।’
করোনার টিকা দুই ডোজ নিশ্চিতের ওপর জোর দেন মোদি।
‘করোনার টিকা একবার নিলে লাভ নেই। দুই বারই নিতে হবে। সরকারের নির্ধারিত সূচি মেনে করোনা টিকাদান কর্মসূচিতে অংশ নিতে হবে সবাইকে।’
ভাষণে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার চালান মোদি। করোনা মোকাবিলায় অসম সরকারের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদি বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকার সুফল পাচ্ছে মানুষ।
শনিবার বিকেলে কলকাতায় নেতাজি স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন মোদি।
নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। যেখানে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী দিনটিকে ‘দেশনায়ক দিবস’ ঘোষণা করছেন।