যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া ফেব্রুয়ারির আগে শুরু না করতে ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটের রিপাবলিকান সদস্যরা।
তারা মনে করছেন, এতে আত্মপক্ষ সমর্থনের সময় পাবেন ট্রাম্প।
৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা ও ভাঙচুর চালায় ট্রাম্পের সমর্থকেরা। ওই সময় সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে যৌথ অধিবেশন চলছিল। হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জনের মৃত্যু হয়।
পরে ওই হামলায় প্ররোচনার অভিযোগে ট্রাম্পকে অভিশংসন করে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস।
স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান সহকর্মীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে সিনেটের সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল জানান, ২৮ জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের অভিশংসন শুরুর প্রস্তাব সিনেটে না পাঠাতে হাউজের ডেমোক্র্যাট সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমনটা হলে অভিশংসন প্রক্রিয়া শুরুর আগে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন ট্রাম্প। সে ক্ষেত্রে অভিশংসন সংক্রান্ত যুক্তিতর্ক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে।
বাইডেনের অভিষেকের দিন বুধবার সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যায়। তাই ম্যাককনেলের এ প্রস্তাব কার্যকর করতে নতুন সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শ্যুমারের সম্মতির দরকার রিপাবলিকানদের।
ম্যাককনেল এক বিবৃতিতে বলেন, সিনেট, প্রেসিডেন্ট কার্যালয় ও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পূর্ণ ও ন্যায্য অভিশংসন প্রক্রিয়া দাবি করে বলে দৃঢ়ভাবে মনে করেন সিনেটের রিপাবলিকান সদস্যরা। এ প্রক্রিয়া ট্রাম্পের অধিকার এবং গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক, আইনি ও সাংবিধানিক প্রশ্নকে সম্মান জানাবে।
ম্যাককনেলের প্রস্তাবের বিষয়ে শ্যুমারের কার্যালয় এখনও কোনো বিবৃতি দেয়নি।
সিনেটে অভিযোগ কখন উপস্থাপন করা হবে, সাংবাদিকদের এ প্রশ্নের কোনো উত্তর দেননি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি।
তবে তিনি বলেন, প্রেসিডেন্টের দায়িত্বে আর না থাকায় কোনো ধরনের ছাড় পেতে পারেন না ট্রাম্প।